Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোড়ানো হলো ২০০ কোটি টাকার গাঁজা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১৪ এএম

ভারতের অন্ধ্র প্রদেশে জব্দ হওয়া দুই লাখ কেজি গাঁজা পুড়িয়েছে স্থানীয় পুলিশ। এর আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
অন্ধ্র প্রদেশের পুলিশ জানায়, গত কয়েক বছর ধরে উপকূলীয় এলাকা থেকে এই গাঁজাগুলো জব্দ করা হয়।
অন্ধ্র প্রদেশ পুলিশের মহাপরিচালক গৌতম সাওয়াং বলেন, ওডিশার ২৩ জেলা ও বিশাখাপত্তনমের উপজেলায় মাওবাদীরা গাঁজা চাষে উৎসাহিত করে। বিশেষ অভিযানে পুলিশ ৩১৩টি গ্রাম ও ১১টি উপজেলার গাঁজা ধ্বংস করেছে। অন্ধ্র-ওডিশা সীমান্তে বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি দল গাঁজা চাষ এবং মাদকের অবৈধ পরিবহনে জড়িত রয়েছে।
অন্ধ্র প্রদেশের পুলিশের তথ্য অনুযায়ী, গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার দায়ে ১ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ৫৭৭টি মামলা করা হয়েছে। গাঁজা মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ৩১৪টি যান জব্দ করা হয়েছে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ