নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগে বড় জয় পেয়ছে ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে নরিচের বিপক্ষে ম্যাচে ৪-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। অন্য গোলটি করেন ফিল ফোডেন। চ্যাম্পিয়নদের বিপক্ষে এবারও কোন প্রতিরোধই গড়তে পারেনি নরিচ।
আরেকটি দাপুটে জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের লড়াইয়ে নামতে যাচ্ছে গুয়ার্দিওলার শিষ্যরা। শেষ ষোলোর প্রথম লেগে আগামী মঙ্গলবার স্পোর্তিংয়ে বিপক্ষে খেলবে সিটি। এদিন ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত সিটি। বের্নার্দো সিলভার নেওয়া শট দূরের পোস্টে বাধা পায়। এরপর ম্যাচের ৩১তম মিনিটে এই ইংলিশ মিডফিল্ডার নৈপুণ্যেই এগিয়ে যায় সিটি। একজনের বাধা এড়িয়ে জোরাল কোনাকুনি শট নেন স্টার্লিং। ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। গোল পোস্টের সামনে জটলার মধ্যে কোনোমতে শট নেন ফোডেন। বল চলে যায় গোললাইন পেরিয়ে। ৭০তম মিনিটে সহজ গোলে ব্যবধান আরও বাড়ান স্টার্লিং। রুবেন দিয়ানের হেডে বাড়ানো বলে বিনা বাধায় দলকে আরও এগিয়ে নেন তিনি।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন স্টার্লিং।বদলি নামা লিয়াম ডেলাপ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। স্টার্লিংয়ের স্পট কিক গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল হাতে রাখতে পারেননি, ফিরতি বল পাল্টা শটে জালে পাঠান তিনি। আসরে এটা তার দশম গোল।
লিগে ২৫ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। দুই ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৫১। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। সমান ম্যাচে ৭ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। তাদের সমান ৪০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।