Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন ইস্যুতে ঘণ্টাব্যাপী পুতিন-বাইডেন ফোনালাপ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৩০ এএম

ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শনিবার ঘণ্টাব্যাপী কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এক ঘণ্টা দুই মিনিট কথা বলেছেন দুই নেতা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৪ মিনিটে দুই প্রেসিডেন্টের ফোনালাপ শুরু হয়। শেষ হয় বেলা ১২টা ৬ মিনিটে। -সিএনএন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের একজন কর্মকর্তা রয়টার্সকে দুই নেতার ফোনালাপ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে এই ফোনালাপের বিস্তারিত জানা যায়নি। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনা মোতায়েন অব্যাহত থাকায় সংঘাত এড়াতে এক সপ্তাহের চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেনের অনুরোধে সোমবারের বদলে শনিবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। ইউক্রেন ইস্যুতে এর আগেও দুই নেতার কয়েক দফা আলোচনা হলেও এ পর্যন্ত তেমন কোনও ইতিবাচক ফল মেলেনি।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০৫ পিএম says : 0
    ভাই পুতিন দেরি করলে বিপদ হতে পারে জলদি আরম্ভ করে দাও,তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সবাই অপেক্ষা করতেছে সেখান থেকে ভারতের উপর প্রথম বোমা বর্ষণ করে সব উড়িয়ে দাও,রাসায়নিক অস্ত্রগুলি বাতাসে পুরা পৃথিবীতে ছেড়ে দাও,পৃথিবীতে মানব জাতির যে হিংসা হানা হানী কেউ কাউকে মানতে রাজি নয় গরিব লোক না খাইয়ে মরছে আর অত্যাচার হইতেছে এই জন সব শেষ করে দাও।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ