নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রিমিয়ার লিগে ক্রিস্তিয়ানোর হতাশার দিনে হোঁচট খেলে ম্যানচেষ্টার ইউনাইটেড। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই জ্বলে উঠতে পারেনি রোনালদো। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে স্বাগতিকরা।
ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইউনাইটেড। কিন্তু রোনালদোর শট আটকে দেন রোমাঁ পেরুদ। এর দুই মিনিট পর স্যানচোর শট ফেরান গোলরক্ষক। অবশেষে ম্যাচের ২১তম মিনিটে ১-০ গোলে লিড নেয় ইউনাইটেড। মার্কাস র্যাশফোর্ডের বাড়িয়ে দেয়া বলে নিখুঁত ভাবে স্যানচো বল জালে পাঠান।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ইউনাইটেডকে চেপে ধরে সাউথ্যাম্পটন। ৪১তম মিনিটে বক্সের ভেতর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা।
বিরতির আগ মুহূর্তে রোনালদোর ক্রসে পাওয়া বল জালে জড়ান পগবা। কিন্তু আক্রমণের শুরুতে বল রিসিভের সময়ই পর্তুগিজ ফরোয়ার্ড অফসাইডে থাকায় গোল হয়নি।
তবে বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম সুযোগেই সমতা ফেরায় সাউথ্যাম্পটন। মোহামেদ ইউনুসির থ্রু পাস থেকে চে অ্যাডামসের কোনাকুনি শট ইউনাইটেডের জালে জড়ায়। ১-১ সমতায় ম্যাচের ৬১তম মিনিটে দুটি শট ফিরিয়ে ইউনাইটেডের হতাশা বাড়ান সাউথ্যাম্পটন গোলরক্ষক ফ্রেসার ফস্টার।
৭২তম মিনিটে ফের্নান্দেসের ফ্রি কিকে স্যানচোর হেডে বল জালে জড়ালেও রোনালদো অফসাইডে থাকায় গোল বাতিল হয়। পর্তুগিজ এই ফরোয়ার্ড রেফারির কাছে আপত্তি জানালেও সাড়া মেলেনি। আর কোন সুযোগ সৃষ্টি করতে না পারায় সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এ ড্রয়ে লিগ শিরোপার লড়াই থেকে আরও পিছিয়ে পড়লো ইউনাইটেড। ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। শীর্ষে থাকা সিটির চেয়ে ২০ পয়েন্ট পিছিয়ে রাংনিকের দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।