Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানদের আটকে রাখা ৭ বিলিয়ন ডলার টুইন টাওয়ার ক্ষতিগ্রস্তদের দেয়ার পরিকল্পনা বাইডেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১২ পিএম

আফগানিস্তানে তালেবান ক্ষমতা আসার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন ডলার আটকে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ৭ বিলিয়ন ডলারের অর্ধেক ২০০১ সালের টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেওয়ার পরিকল্পনা করছে জো বাইডেন প্রশাসন। শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৭ বিলিয়ন ডলারের অর্ধেক আফগানিস্তানে মানবিক সহায়তার কাজে ব্যয় করবেন। এছাড়াও বাকি অর্ধেক ২০০১ সালের টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বন্টন করবেন। শুক্রবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করবেন জো বাইডেন। নির্বাহী আদেশের ফলে আফগানিস্তানের আটকে রাখা অর্ধেক টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ভাগ করে ফেলা হবে। আর বাকি অর্ধেক আফগানিস্তানে ব্যয় করা হবে। কিন্তু তালেবানের হাতে সরাসরি দেওয়া হবে না টাকাগুলো।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপরই আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র। এই অর্থ ছেড়ে দেওয়ার জন্য কয়েক মাস ধরে অনুরোধ জানিয়ে আসছে তালেবান। তবে তালেবানের হাতে সরাসরি এ অর্থ দিতে রাজী নয় মার্কিন যুক্তরাষ্ট্র।



 

Show all comments
  • মোঃ হাফিজুর রহমান ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৫ এএম says : 0
    টুইন টাওয়ার হামলা আফগানরা করেছে আপনাদের দাবি সেটা কোনোদিন করতে পারছেন পারেন নাই তাহলে তাদের সম্পদ দ্বারা কিভাবে টুইন টাওয়ারে ক্ষতিগ্রস্ত লোকদের কে দিতে চান পারলে নিজের থেকে কিছু দিয়ে দেন অপরের পকেটের টাকা দিয়ে নয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ