বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ড. জাফর-ইয়াসমিন দম্পতিকে অ্যামিরেটরস প্রফেসর হিসেবে দেখতে চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১১ জানুয়ারি) বিকেল ৩ টায় সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ৭ দফা দাবি নিয়ে আলোচনায় বসেন শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের এই ৭ দফা দাবির মধ্যে উপাচার্যের পদত্যাগ ছাড়াও ড. জাফর ইকবাল দম্পতিকে অ্যামিরেটরস প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়ার দাবিও রয়েছে। সাত দফা দাবিগুলো হলো- ভিসির পদত্যাগ, তাকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালু, মামলা প্রত্যাহার, বন্ধ ব্যাংক-বিকাশ অ্যাকাউন্ট চালু করা, আহত শিক্ষার্থী সজল কুন্ডুর এককালীন আর্থিক সহযোগিতা, নবম গ্রেডের চাকরি নিশ্চিতকরণ, ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হককে অ্যামিরেটাস প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া। এসব দাবি ছাড়াও সকল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর, শিক্ষক নিয়োগে পিএইচডি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে বলেও সূত্র জানায়। এসব দাবি নিয়ে বিকাল ৩ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট সার্কিট হাউসে আসেন। বিকেল ৩ টায় তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন। এর আগে শিক্ষা মন্ত্রী তাদের সার্কিট হাউসে বৈঠকের আহ্বান জানান। শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনু বিভাগের সেক্রেটারিসহ তিন কর্মকর্তা। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত আছেন, মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফা সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর শাহরিয়ার আবেদীন, আমেনা বেগম, মীর রানা ও জাহেদুল ইসলাম অপূর্ব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।