Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারকা ফুটবলার পল পোগবার ইনস্টাগ্রামে মুশকানের ভিডিও

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:২০ এএম

মঙ্গলবার কর্নাটকে হিজাব পরা এক মুসলিম ছাত্রীর উগ্র হিন্দুদের হাতে হেনস্তা হওয়ার ভিডিওটি টুইটারে পোস্ট করার পর বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভারতের কর্নাটকের হিজাব বিতর্কের ঢেউ দেশটির সীমা অতিক্রম করে আগেই বিদেশে ছড়িয়ে পড়েছিল। এবার পল পোগবা এই বিতর্কে ঢুকে পড়লেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার তিনি। ওই ফরাসি তারকা পোগবা এবার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হিন্দুত্ববাদীরা হিজাব পরিহিত মুসলিম ছাত্রীদের হেনস্থা করছে কলেজ চত্বরে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্লে মেকার পোগবার ইনস্টাগ্রামে ৫১ মিলিয়ন ফলোয়ার রয়েছেন। পোগবা এই ভিডিও শেয়ার করায় তার অনুরাগীরা যে এই ভিডিও নিয়ে আলোচনা শুরু করবেন, তা বলাইবাহুল্য।

ভিডিওতে দেখা যায়, মানদায় মুশকান খান তার কলেজে আসামাত্র গেরুয়া স্কার্ফ পরা একদল ছেলে তাকে ঘিরে ধরেছে। তবে তিনি দমে না গিয়ে নিজের অবস্থান প্রকাশ করেন। তিনি জানান, ওই উগ্র ছেলেগুলোর বেশির ভাগই বহিরাগত।

কর্নাটকের ওই কলেজ কর্তৃপক্ষ ইসলামি স্কার্ফ নিষিদ্ধ করাকে মুসলিম শিক্ষার্থীরা মেনে নিতে পারছে না। তারা এটাকে ভারতের সেক্যুলার সংবিধানে তাদের ধর্মবিশ্বাস নিশ্চিত থাকার আশ্বাসের ওপর আক্রমণ বলে মনে করছে। হিন্দু উগ্রবাদী গ্রুপগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মুসলিম ছাত্রীদের প্রবেশ বন্ধ করার চেষ্টা করলে সম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়।

তাকে বাধাদানকারী ছেলেরা জয় শ্রী রাম স্লোগান দিলে মুশকান খান আল্লাহু আকবার ধ্বনি দেন। তার এই ধ্বনি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন ও আলজাজিরা



 

Show all comments
  • Anik Azam ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৩ পিএম says : 0
    আল্লাহু আকবর
    Total Reply(0) Reply
  • Md Jahad Hossen ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৪ পিএম says : 0
    আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত পুরো অনলাইন। আল্লাহু আকবার আল্লাহু আকবার
    Total Reply(0) Reply
  • BISWAS MD. YOUNUS ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪১ এএম says : 0
    আমি বলব সাহসী বোন তুমি আল্লাহর নাম উচ্চস্বরে উচ্চরন করে মহান আল্লাহর বড়ত্বের আওয়াজ দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দিলে। ভয় পাওনি কারন ঈমানী শক্তি। বিজেবীর এহেন কর্মকান্ডের নিন্দা করছি।
    Total Reply(0) Reply
  • আল্লাহু আকবার ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৫৯ এএম says : 0
    আল্লাহু আকবার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ