বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোটর সাইকেল চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে দিনাজপুরে একজন মৃত্যুবরন করেছে। রবিউল ইসলাম বাটুল (৪০) আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।
কোতয়ালী থানা পুলিশের ওসি তদন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাটুল খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের বকুলতলা পাড়ার আবদুল কাদেরের ছেলে। জানা গেছে বুধবার রাতে সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের চাকার বাজার এলাকায় বুধবার রাতে মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনগন তাকে ধরে ফেলে। এসময় তাকে গণপিটুনি দেয়া হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে। পরদিন বৃহস্পতিবার সে মৃত্যুবরন করে।
পুলিশের মতে তার বিরুদ্ধে কোতয়ালীসহ বিভিন্ন থানায় মোটর সাইকেল চুরির একাধিক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।