Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবিষ্যতে গেরুয়াই ভারতের জাতীয় পতাকা হতে পারে : বিজেপি মন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫২ এএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের স্কুল-কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে শুরু হওয়া বিতর্ক চরম বিতর্ক ও উত্তেজনার মাঝেই বিতর্কিত মন্তব্য করেছেন কর্নাটক রাজ্যের ক্ষমতাসীন বিজেপির এক মন্ত্রী। রাজ্যটির গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা বলেছেন, ভবিষ্যতে হয়তো গেরুয়া পতাকাই দেশের (ভারতের) জাতীয় পতাকা হয়ে যাবে। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রায় একমাসেরও বেশি সময় ধরে কলেজে হিজাব নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক চলছে দক্ষিণের বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে। এই বিতর্কের মাঝেই একদিন আগে একদল শিক্ষার্থীকে কলেজে হিজাব পরার বিরোধিতা করে একটি ফ্ল্যাগপোস্টে গেরুয়া পতাকা লাগাতে দেখা যায়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এরই মধ্যে বিজেপির মন্ত্রী বিতর্ক উস্কে গেরুয়া পতাকা নিয়ে এই বিতর্কিত মন্তব্য করলেন।
বুধবার কর্নাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা বলেন, ‘শত শত বছর আগে শ্রী রামচন্দ্র ও মারুতির রথের গায়ে গেরুয়া পতাকা থাকতো। তখন কি আমাদের দেশে তেরঙা পতাকা ছিল? এখন এটা (তেরঙা) আমাদের জাতীয় পতাকা। যারা এই দেশের খাবার খায়, তাদের সবাইকে এটার সম্মান করতে হবে। এই বিষয়ে অন্য কোনো প্রশ্নই নেই।’
তিনি আরও বলেন, বর্তমানে দেশের পতাকা তেরঙ্গা। তাই এখন দেশের জাতীয় পতাকার সম্মান করা উচিত সবার। এরপরই তিনি বলেন, ‘এখন না হলেও ভবিষ্যতে লাল কেল্লায় গেরুয়া পতাকা উত্তোলন করা হতেই পারে।’
কর্ণাটকের এই বিজেপি মন্ত্রী বলেন, ‘হিন্দুবিচার এবং হিন্দুত্ব নিয়ে দেশে আজ আলোচনা চলছে। একটা সময় ছিল যখন আমরা বলতাম অযোধ্যায় রামমন্দির তৈরি হবে, তখন লোকে হাসতো। এখন কি আমরা রামমন্দির নির্মাণ করছি না? একইভাবে ভবিষ্যতে কোনো একসময় ১০০-২০০ বা ৫০০ বছর পর গেরুয়া পতাকাই আমাদের জাতীয় পতাকা হয়ে উঠতে পারে। আমি জানি না।’
কেএস ঈশ্বরাপ্পা কর্ণাটক রাজ্য বিজেপির সাবেক সভাপতি। বুধবার তিনি আরও বলেন, ‘আমরা যারা গেরুয়া পতাকা উত্তোলন করি- আজ নয়, তবে ভবিষ্যতে কোনো এক সময় এদেশে হিন্দু ধর্ম উত্থান হবে, সেই সময় আমরা লাল কেল্লায় তা উত্তোলন করব। আপাতত তেরঙাই আমাদের জাতীয় পতাকা, এ নিয়ে এখন কোনো সংশয় নেই। আমরা সবাই এটিকে সম্মান করি।’ সূত্র : এনডিটিভি



 

Show all comments
  • Rafiqul Islam ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫৭ পিএম says : 0
    ভবিষ্যতে গরুই জাতীয় পতাকা হবে
    Total Reply(0) Reply
  • Fatema Chowdhury ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫৮ পিএম says : 0
    হায় দেশ দেশের জাতীয় পতাকা কেই অপমান
    Total Reply(0) Reply
  • Sazidul Islam ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫৮ পিএম says : 0
    ভবিষ্যতে ভারত ই হবে মুসলিম দেশ ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mamun Rashid Khan ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫৮ পিএম says : 0
    ভারতেও দেখি হাসান মাহমুদ আছে
    Total Reply(0) Reply
  • Sajid Rahman ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫৯ পিএম says : 0
    শুধু ভারতের পতাকা নয়, নরেন্দ্র মোদী ভারতের নাম পর্যন্ত বদলে রাখবে। হয়তো নাম রাখবে "গোমাতা"।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ