Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিড়ালকে লাথি’ বড় বিপদে কুর্ট জুমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৭ এএম

নিজের পোষা বিড়ালকে লাথি মেরে সেই দৃশ্য ভিডিও করে কঠোর সমালোচনার মুখে পড়েছে ফরাসি ফুটবলার কুর্ট জুমার। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে, ফরাসি ফুটবলার কুর্ট জুমা একটি বিড়ালকে ফ্লোরে ফেলে লাথি মারছে। এ ঘটনায় এক বিবৃতিতে জুমার ক্লাব ওয়েস্ট হামের পক্ষ থেকেও এই ফুটবলারকে তিরস্কার করা হয়েছে। একই সাথে নিন্দা জানিয়েছে প্রাণী অধিকার রক্ষা বিষয়ক সংগঠনও।

তবে এ ঘটনায় বিবৃতিতে ওয়েস্ট হাম সেন্টার ব্যাক জুমার ক্ষমাও চেয়ে বলেন, ‘আমি নিজের কাজের জন্য ক্ষমা চাচ্ছি। আমার এই আচরণের কোনো ব্যাখ্যা হয় না, এই ঘটনায় আমি অনুতপ্ত।’ অবশ্য ক্ষমা চেয়েও কোন লাভ হয়নি জুমারের। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে জরিমানাও গুনতে হয়েছিল।

এবারও নতুন করে আরও বড় দুঃসংবাদ পেলেন ফরাসি তারকা। বুধবার বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ফরাসি তারকার সাথে সব চুক্তি বাতিল করার বিষয়টি নিশ্চিত করে। অ্যাডিডাসের মুখপাত্র জানিয়েছে,‘আমরা আমাদের তদন্ত শেষ করেছি এবং নিশ্চিত করতে পারি যে কার্ট জুমা আর অ্যাডিডাস চুক্তিবদ্ধ ক্রীড়াবিদ নন।’

উল্লেখ্য’কদিন আগেই নিজের পোষা বিড়ালের সাথে কার্ট জুমারের অমানবিক আচরণের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে ওয়েস্ট হ্যাম তারকাকে নিজের পোষা বিড়ালরকে ‘লাথি ও চড়’মারতে দেখা যায়। যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাষ হলে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। ঘটনা জানার পর পশু দাতব্য সংস্থা কার্ট জুমারের বাসা থেকে বিড়াল দুটি সরিয়ে নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ