Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুকাকুর গোলে ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৮:২৬ এএম

লুকাকুর গোলে আল হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি। বুধবার আবু ধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে এশিয়ান চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারায় ইউরোপ চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতাটিতে নিজেদের প্রথম শিরোপা থেকে আর এক কদম দূরে চেলসি। একই মাঠে আগামী শনিবার ফাইনালে গতবারের কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন পালমেইরাসের মুখোমুখি হবে চেলছি।

আগে প্রথম সেমি-ফাইনালে মিশরের দল আল আহলিকে ২-০ গোলে হারায় ব্রাজিলিয়ান ক্লাবটি। করোনার কারণে সেমিফাইনালে কোচ টমাস টুখেলকে এই ম্যাচেও ডাগআউটে পায়নি চেলসি। একাদশ মিনিটে প্রথম সুযোগ মিস করার পর ১৮ মিনিটে আরও একটি গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন লুকাকু। এরপর ৩২তম মিনিটে এগিয়ে যায় চেলসি। দূর থেকে শটে দলকে ১-০তে এগিয়ে নেন লুকাকু।

বিরতির পর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আরও একটি সুযোগ মিস। হার্ভাটজের শট গোল পোষ্টে লাগে। অবশেষে খেলার ৬৩তম মিনিটে ম্যাচে নিজেদের প্রথম ভালো সুযোগ পায় সৌদি আরবের সফলতম ক্লাব আল হিলাল। ম্যান-টু-ম্যানে মুসা মারেগার শট পা বাড়িয়ে ঠেকান গোলরক্ষক কেপা আরিসাবালাগা। বাকি সময়ে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি আর কেউ। ফলে এক গোলে জয় নিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মাতে চেলসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ