Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিমানে মরক্কো জাতীয় দল ছাড়লেন জিয়াশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৯:২৫ পিএম

জাতীয় দলের কোচের সঙ্গে হাকিম জিয়াশের দ্বন্দ চলছে অনেকদিন ধরে। যার রেশ ধরে আফ্রিকান নেশন্স কাপে দলে ছিলেন না জিয়াশ। চেলসির এই মিডফিল্ডার এবার জানালেন, দল কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও জাতীয় দলে আর খেলবে না তিনি।

গত জুনে কোচ ভাহিদ হালিলহোদিচ অভিযোগ করেন, তখন মরক্কোর হয়ে প্রীতি ম্যাচ না খেলার জন্য ভুয়া চোটের অজুহাত দেখিয়েছিলেন জিয়াশ। তিনি অবশ্য তখন সেই অভিযোগ অস্বীকার করেন। এরপর থেকে শুরু হয় দুজনের মধ্যে বাকযুদ্ধ।

যার ফলশ্রুতিতে নেশন্স কাপে দলের বাইরে রাখা হয় জিয়াশকে। হালিলহোদিচ জানিয়েছেন, আগামী মার্চে কঙ্গো ডেমোক্র্যাটিক রিপাবলিকের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফের ম্যাচে ২৮ বছর বয়সী এই ফুটবলারকে দলে ডাকার কোনো ইচ্ছা তার নেই।

এই বিষয়ে মঙ্গলবার এডিস্পোর্টসটিভিকে জিয়াশ বলেন, জাতীয় দলে আর না ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। তিনি বলেন,‘আমি জাতীয় দলে ফিরব না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আমার ক্লাবের হয়ে খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। সে (হালিলহোদিচ) একটি সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে তা মানতে হবে। কিন্তু এরপরও যদি সব মিথ্যা কথা আসতে থাকে......আমার কাছে বিষয়টি পরিষ্কার এবং আমি জাতীয় দলে ফিরব না।’

উল্লেখ্য’নেদারল্যান্ডসে জন্ম নেওয়া জিয়াশ দেশটির হয়ে খেলেছেন বয়সভিত্তিক দলে। এরপর মায়ের জন্মভূমি মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন। জাতীয় দলের হয়ে ৪০ ম্যাচ খেলে ১৭ গোল করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ