Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নিউজিল্যান্ডে টিকাবিরোধী বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

নিউজিল্যান্ডে সংসদ ভবনের বাইরের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন টিকা বিরোধীরা। মঙ্গলবার কানাডার মত ট্রাক ও ক্যাম্পারভ্যান নিয়ে সংসদ ভবনে পাশে জড়ো হন শত শত মানুষ। তারা টিকার বাধ্যবাধকতা ও মহামারী উপলক্ষে জারি করা কড়া বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কনভয় ফর ফ্রিডম নামের এই আন্দোলনের ডাকে দেশটির বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা রাজধানী ওয়েলিংটনে একত্রিত হন । মাত্র কিছুদিন পরই বছরের প্রথম ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী জাসিন্দা অ্যাডার্নের। বিক্ষোভকারীরা বেশিরভাগই মাস্ক পরিহিত ছিলেন না। বিক্ষোভ চলাকালে তারা ফ্রিডম লেখা প্ল্যাকার্ড ধারণ করেন এবং করোনা-১৯ এর কড়া বিধিনিষেধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সংসদ ভবনের বাইরে অবস্থান করার ঘোষণা দেন। দিনব্যাপী বিক্ষোভকারীদের এই প্রতিবাদকে, করোনা প্রতিরোধে নেয়া বিধিনিষেধ ও কঠোর নিয়মের বিরুদ্ধে কানাডার রাজধানী অটোয়া অচল করে দেয়া ট্রাক চালকদের আন্দোলনের অনুরুপ বলা হচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ