Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১০ পিএম

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে ২০২০ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে 'মুজিববর্ষের সংস্কার চায়,রাবিতে সেকেন্ড টাইম চায়', 'বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম চালু চাই', 'সিলেকশন সিস্টেম বাতিল চাই বাতিল চাই', 'সেকেন্ড টাইম চালু চাই, সুন্দর একটা জীবন চাই', 'সুযোগ চাই দ্বিতীয় বার এটা মোদের অধিকার', 'দেশের বোঝা না করে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাই', 'সিলেকশন নামের প্রহসন আর নয়, পাশ করা সবাই পরীক্ষা দিতে চাই', 'সুন্দর জীবন গড়তে, শিক্ষারদরজা হোক উন্মুক্ত সহ শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে তাদের দাবি জানান।

রাজশাশী নিউ গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, "আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন সিস্টেম বাতিল চাই এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা চালু চাই। সিলেকশন সিস্টেমে ভালো প্রস্তুতি থাকা সত্বেও আমরা অনেকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি না। তাই দ্রুত সিলেকশন সিস্টেম বাতিল করে সেকেন্ড চালু করার দাবি জানাচ্ছি আমরা"।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার আন্দলোনরত শিক্ষার্থীদের সাথে দেখা না করা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন বলে জানান । এ অবস্থান কর্মসূচিতে গাইবান্ধা ও রংপুরসহ দুর থেকে আসা শিক্ষার্থীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। দাবি আদায়ের জন্য তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের প্রতি আহ্বান জানান। দাবি মেনে না নিলে দেশের সকল শিক্ষার্থী এক হয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত রোববার (৬ ফেব্রুয়ারি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে উপাচার্যের দপ্তরে স্মারকলিপি জমা ২০২০ সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ