Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহসী ওই তরুণীকে অভিনন্দন জানিয়ে ৫ লাখ রুপি পুরস্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৫ এএম

মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে তীব্র উত্তেজনা চলছে। এরইমধ্যে সেখানে গেরুয়া ওড়না পরা উগ্রবাদী হিন্দু ছাত্রদের হিজাব বিরোধিতার প্রতিবাদ করতে গিয়ে বেশ সাহস দেখানো বোরকা পরিহিতা এক মুসলিম ছাত্রীর একটি ভিডিওক্লিপ সামনে এসেছে।

গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কর্নাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় গেরুয়া বাহিনীর কাছে উপহাসের শিকার হন ওই মুসলিম ছাত্রী। উগ্র হিন্দুত্ববাদী নানা স্লোগানে তাকে ভয় দেখানোর চেষ্টা করেন তারা, কিন্তু ছাত্রী ভড়কে না গিয়ে উল্টো সাহসী এক প্রতিবাদ করেছেন। ‘আল্লাহু আকবার’ বলতে বলতে শ্রেণিকক্ষে প্রবেশ করেন ওই ছাত্রী।
সাহসী এই ছাত্রীর জন্য নগদ পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। দলটির ফেসবুক পেজের এক পোস্টে এ ঘোষণা দেয়া হয়।
পোস্টে ওই তরুণীকে অভিনন্দন জানিয়ে বলা হয় কর্ণাটক পিইএস কলেজ মান্ডিয়ার সাহসী ছাত্রী মুসকান খানকে তার সাহসী প্রতিবাদের জন্য আন্তরিক অভিনন্দন। তিনি নিজের সাহসের মাধ্যমে নিজের সাংবিধানিক ও ধর্মীয় অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন। তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে জামিয়াত উলামা-ই-হিন্দের পক্ষ থেকে এই সাহসী কন্যাকে উৎসাহের জন্য নগদ পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হলো।
এদিকে ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাতকারে ওই ছাত্রী বলেন, আমি কলেজে যাচ্ছিলাম, তখন কিছু লোক আমাকে ধমক দিয়ে বলছিলেন, বোরকা খুলে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে, এ অবস্থায় তোমাকে প্রবেশ করতে দেয়া হবে না।
জিও নিউজ জানায়, প্রতিবাদের পর ওই ছাত্রীকে কলেজে প্রবেশের অনুমতি দেয়া হয় ঠিকই, কিন্তু বসতে দেয়া হয় আলাদা কক্ষে।
গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করা হয়। সেই সময় কলেজ প্রশাসন জানায়, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী।
পরে এই রাজ্যের অন্যান্য এলাকাতেও হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অনেক শিক্ষার্থী অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তারা কলেজে হিজাব নিষিদ্ধের দাবি তোলে এবং হিজাববিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
ছাত্র-ছাত্রীদের এরূপ পাল্টাপাল্টি অবস্থানের কারণে কলেজ দুটি সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এরইমধ্যে এই ভিডিওটি সামনে এলো। সূত্র : ইন্ডিয়া টুডে



 

Show all comments
  • Abdullah bikram ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১০:২৪ এএম says : 0
    ১ জন জীবনত্যাগি মানুষ ১০০ জন জীবনবাদী মানুষকে ভেড়ার পালের মতো তাড়িয়ে দিতে পারে, আর প্রত্যেকটি মোমিন হলো ইসলামের জন্য জীবনত্যাগি সিংহ
    Total Reply(0) Reply
  • abul kalam ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৪৪ এএম says : 0
    আসলে প্রায় সব হিন্দুই নৈতিকভাবে অধপতিত, হিজাব হলো শালীন-মার্যিত পোষাক। এই পোষাকের বিরোধীতাকারীরাই সম্পুর্ন অশালীন, অধঃপতিত!
    Total Reply(0) Reply
  • mamoon ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:০৭ এএম says : 0
    salute this brave girl
    Total Reply(0) Reply
  • তামীম ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪২ এএম says : 0
    এই সমাজে উলঙ্গ হওয়ার স্বাধীনতা আছে,কিন্তু কাপড় পরার স্বাধীনতা নেই৷
    Total Reply(0) Reply
  • Anamika Islam Halima ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪২ এএম says : 0
    ''আল্লাহু আকবার' উচ্চারণ — দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে, তার চেয়ে শ্রেষ্ঠ ও কল্যাণকর।
    Total Reply(0) Reply
  • Md Rakib ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪২ এএম says : 0
    আল্লাহু আকবর। আল্লাহু আকবর। আল্লাহু আকবর।
    Total Reply(0) Reply
  • বাবুল ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪৩ এএম says : 0
    হিন্দু মেয়েদেরও উচিত সেইফটির জন্য হিজাব পড়া
    Total Reply(0) Reply
  • tofael ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৪ পিএম says : 0
    Hijab is a symbol of modesty .
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ