Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গঙ্গায় লাশ ভাসিয়েছিলেন, ক্ষমা চান : আদিত্যনাথকে মমতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সমালোচনা করে বলেছেন, গঙ্গায় লাশ ভাসিয়েছিলেন, জাতির কাছে ক্ষমা চান। লখনৌতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে পাশে নিয়ে ভার্চুয়াল সভা থেকে যোগী আদিত্যনাথকে তুলোধুনা করলেন মমতা। -আনন্দবাজার

করোনাভাইরাস মহামারির সময় উত্তরপ্রদেশের বিভিন্ন শহরের পাশের নদী থেকে পশ্চিমবঙ্গের সীমানায় ভেসে আসা লাশ নিয়েও চরম সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী। মমতা বলেছেন, উত্তরপ্রদেশে করোনা সংক্রমণে যাদের মৃত্যু হয়েছে, তাদের দেহ সৎকার না করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। যোগীর সরকার মানুষের মরদেহের সৎকার পর্যন্ত করেনি। সেই সব মরদেহ নদীতে ভাসিয়ে দিয়ে দায় সেরেছিল। মমতা আরও বলেন, উত্তরপ্রদেশ থেকে মরদেহ ভেসে এসেছিল পশ্চিমবঙ্গের নদীতে। পশ্চিমবঙ্গ সরকার সেইসব মরদেহের সৎকার করেছে পূর্ণ মর্যাদায়। আমরা কারও অমর্যাদা করি না। শুধু করোনা কালে উত্তরপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা নিয়েই মমতা আক্রমণ করেননি। উন্নাও, হাথরসে নারীদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের ও পরিবারের ওপর যোগী প্রশাসনের অত্যাচারের অভিযোগ তুলেও সরব হন তিনি।মমতা বলেছেন, কী হয়েছিল হাতরসে? কী হয়েছিল উন্নাওতে? সেখানে গরিব মেয়ের ওপর নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল। এখনো তাঁরা বিচার পাননি, কেন? যোগীর রাজত্বে কি নারীরা বিচার পান না?

মমতা আরও প্রশ্ন তুলেছেন, যোগীর আমলে কি নারীরা সম্মান পেয়েছেন? মমতা নিজেই বলেছেন, আপনারা উত্তরপ্রদেশের মা-বোনেরা এবার অখিলেশকে সমর্থন করে সরকার বদল করুন। আপনারা সম্মান পাবেন। আমি কথা দিয়ে যাচ্ছি। অখিলেশ আপনাদের জন্য কাজ করবে। যোগীরাজ শেষ হলে বিজেপি দেশ থেকে শেষ হবে। প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রচারে এসে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে ঠিক একই ধরনের অভিযোগ করেছিলেন যোগী আদিত্যনাথ। লখনৌতে যেন সেই হিসেব মিটিয়ে নিলেন মমতা। সেই সঙ্গে মমতা বললেন, এনকাউন্টার করলেই সুশাসন দেওয়া যায় না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ