Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইল সফরে আমিরাতের ন্যাশনাল কাউন্সিল প্রতিনিধিদল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ইহুদিবাদী ইসরাইল সফরে গেছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি ইসরাইলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ২০২০ সালের আগস্ট মাসে ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সইয়ের পর এই প্রথম আমিরাতের ন্যাশনাল কাউন্সিলের কোনো প্রতিনিধিদল ইসরাইল সফল করল। ইসরাইলের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিকে আমিরাতের ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান আলী রাশিদ আল নুয়াইমি বলেন, ‘আমরা যখন আব্রাহাম চুক্তি সম্পর্কে কথা বলি তখন আমরা চাই, আপনারা বৃহত্তর পরিসর দেখবেন।’ তিনি বলেন, “এটি শুধু রাজনৈতিক চুক্তি নয় কিংবা নিরাপত্তা ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কোনো বিষয় নয়। এটি পুরো মধ্যপ্রাচ্যের পরিবর্তনের জন্য একটি চুক্তি। এই চুক্তিকে সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে বাস্তবায়নের সুপারিশ করেন তিনি। ইসরাইলের সংসদ নেসেট পরিদর্শনের আগে আমিরাতের প্রতিনিধিদলটি ইসরাইলের হলোকাস্ট স্মারক ইয়াদ ভাশেম পরিদর্শন করে। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ