Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার হাজার কারখানার প্রযুক্তি হালনাগাদ করবে সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

চার হাজার কারখানায় চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে সউদী আরব। এর মাধ্যমে আধুনিক শিল্প খাত তৈরির পরিকল্পনা করছে দেশটি। সউদীর শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বান্দার আলখোরায়েফ এক সম্মেলনে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির ওপর মনোযোগ বাড়ানোর কথা জানিয়েছেন। মোট চার ধরনের প্রযুক্তির সমন্বয়ে চতুর্থ শিল্প বিপ্লব হবে। এগুলো হলো উচ্চগতির মোবাইল ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয়তা, তথ্য বিশ্লেষণ ব্যবহার এবং ক্লাউড প্রযুক্তি। এদিকে সউদী অথরিটি ফর ইন্ডাস্ট্রিয়াল সিটিজ অ্যান্ড টেকনোলজি জোনস (এমওডিওএন) ১০০টি কারখানায় চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি ব্যবহারে কাজ করছে। দেশের অন্যান্য শিল্প-কারখানার জন্য এটি আদর্শ হিসেবে কাজ করবে। সস্তায় শ্রমিকদের ওপর থেকে নির্ভরতা কমিয়ে সউদী নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর কৌশল গ্রহণ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এ বিষয়ে সউদীর শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের ভ‚মিকা। পাশাপাশি ভবিষ্যৎ চাহিদা পূরণ করতে মানুষের যোগ্যতা বাড়ানোর জন্যও আমরা কাজ করছি। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ