Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই উত্তরসূরির নাম প্রস্তাব করলেন আব্বাস দ্বিরাষ্ট্রভিত্তিক কনফেডারেশন প্রস্তাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

ইসরাইল ও ফিলিস্তিনি বিশিষ্টজনেরা দুই রাষ্ট্রভিত্তিক কনফেডারেশন গঠনের একটি প্রস্তাব প্রণয়ন করেছেন। তারা আশা করছেন যে, এর মাধ্যমে এক দশক ধরে থমকে থাকা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াটি অগ্রসর হওয়ার একটি পথ তৈরি হবে। পরিকল্পনাটিতে কয়েকটি বিতর্কিত প্রস্তাব রয়েছে। দুই পক্ষের নেতাদের এমন পরিকল্পনায় কোনো সমর্থন আছে নাকি, সে বিষয়টিও পুরোপুরি পরিষ্কার নয়। তবে প্রস্তাবটি এই বিবাদটি নিয়ে আলোচনার মোড় ঠিক করতে পারে। এই সপ্তাহেই প্রস্তাবনাটি যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং জাতিসংঘের মহাসচিবের কাছে পেশ করা হবে। প্রস্তাবনাটিতে পশ্চিম তীরের বেশিরভাগ জায়গা, গাজা ও পূর্ব জেরুসালেম নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র তৈরির আহŸান করা হয়েছে। এসব এলাকা ইসরাইল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে দখল করে নেয়। প্রস্তাবনায় বলা হয়েছে যে, ইসরাইল ও ফিলিস্তিনের পৃথক দুটি সরকার থাকবে। নিরাপত্তা, পরিকাঠামো ও উভয় দেশের মানুষকে প্রভাবিত করে এমন বিষয়গুলোতে সরকার দুটি অত্যন্ত উচ্চ পর্যায়ে সমন্বয় করবে। ভয়েস অফ আমেরিকা এ খবর জানায়। অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে দুইজনের নাম প্রস্তাব করা হয়েছে। ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) শীর্ষ পদের জন্য তাদেরকে বাছাই করা হয়েছে। নির্বাচিত ওই দু’জন হলেন, হুসেইন আল-শেখ ও রাওয়াহি ফাত্তুহ। অবশ্য যে বৈঠকে তাদেরকে নির্বাচন করা হয়, আব্বাসের প্রতিদ্ব›দ্বী হামাস ও অন্যান্য ইসলামী দলগুলো ওই বৈঠক বয়কট করেছেন। তাদের দাবি, আগে আব্বাসকে ক্ষমতা ভাগাভাগির নীতি সংশোধন করতে হবে। ভিওএ, মিডলইস্ট মনিটর।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ