মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক আমির লকের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরের রাস্তায় শত শত মানুষ বিক্ষোভ করেছে। সম্প্রতি মিনিয়াপোলিসে আমিরের বাড়িতে পুলিশ বিনা নোটিশে তল্লাশি অভিযান চালানোর সময় গুলিতে নিহত হন তিনি। শনিবার এ হত্যার বিচারের দাবিতে তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভ করেছে মানুষ। এ সময় বিক্ষোভকারীরা ‘বিচার নেই, শান্তি নেই’ স্লােগান দেয়। প্রায় দু’বছর আগে এ শহরেই শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হয়েছিলেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। ওই ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছিল মিনিয়াপোলিসবাসী। পরে বিক্ষোভ যুক্তরাষ্ট্রেজুড়ে ছড়িয়ে পড়েছিল। সামনে নিয়ে এসেছিল পুলিশের নৃশংসতা এবং দেশটির ক্রিমিনাল জাস্টিস ব্যবস্থায় পক্ষপাতদুষ্টতা। সেই মিনিয়াপোলিস শহরেই আবার গত বুধবারের কৃষ্ণাঙ্গ হত্যার ওই ঘটনার ভিডিওতে দেখা গেছে, তল্লাশির সময় শুয়েছিলেন আমির লক। পুলিশ তালা খুলে তার বাসায় ঢোকে। চিৎকার করে বলতে থাকে “পুলিশ! সার্চ ওয়ারেন্ট! বেরিয়ে আসুন।” এ সময় আমির পুলিশকে লক্ষ্য করে পিস্তল তাক করতেই পুলিশ তাকে তিনটি গুলি করে হত্যা করে। পুলিশ জানায়, আমিরের বাড়িতে ‘নো-নক ওয়ারেন্ট’ তল্লাশি চালিয়েছেন তারা। এ পদ্ধতিতে তল্লাশির আগে আগাম জানানোর প্রয়োজন পড়ে না। একটি খুনের ঘটনার তদন্তের আওতায় সেন্ট পল পুলিশ বিভাগ এই সার্চ ওয়ারেন্ট ইস্যু করেছিল। তবে ওয়ারেন্টে আমিরের নাম ছিল না। তছাড়া, মিনিয়োপোলিসের পুলিশ এও স্বীকার করেছে যে, খুনের ঘটনার তদন্তের সঙ্গে আমির কীভাবে জড়িত ছিলেন বা আদৌ তার কোনও যোগ ছিল কিনা সে ব্যাপারে তারা স্পষ্ট কিছু জানেন না। সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।