Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে ফের মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১:২৫ পিএম

এক মাসেরও কম সময়ে ফের গান্ধী-মূর্তিতে কোপ পড়ল যুক্তরাষ্ট্রে। গত মাসে ক্যালিফর্নিয়ার একটি পার্কে ঢুকে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালিয়ে সেটিকে গোড়ালি থেকে কেটে মাটিতে ফেলে পালিয়েছিল এক দল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি হলো নিউ ইয়র্ক স্টেটের ম্যানহাটন শহরের ইউনিয়ন স্কোয়ারে।

শনিবার দুষ্কৃতীরা ভেঙে কার্যত গুঁড়িয়ে দিয়েছে আট ফুটের ওই গান্ধী-মূর্তির একাংশ। ঘটনাটির তীব্র নিন্দা করেন ভারতের কনস্যুলেট জেনারেল। ''অত্যন্ত ঘৃণ্য কাজ'' বলে তোপ দাগেন তিনি। এ নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্বাভাবিক ভাবেই ধারাবাহিক এমন গান্ধী-অবমাননায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে ইন্দো-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে।

সূত্রের খবর, গান্ধী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন মহাত্মা গান্ধীর ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৮৬ সালে এই আট ফুটের ব্রোঞ্জমূর্তিটি দান করেছিল ম্যানহাটন শহরকে। সেই থেকে এটি ইউনিয়ন স্কোয়ারেই রাখা। মাঝে অবশ্য স্কোয়ারে সৌন্দার্যায়নের কাজের জন্য বছরখানেকের জন্য সেটিকে সরানো হয়েছিল ২০০১-এ। এই মূর্তি যারা ভাঙল, তাদের যোগ্য শাস্তির দাবি তুলেছেন ভারতের কনস্যুলেট জেনারেল।

গত মাসে ক্যালিফর্নিয়ার ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে রাখা ২৯৪ কেজি ব্রোঞ্জের মূর্তি ভাঙচুরের ঘটনাতেও বিক্ষোভ ছড়িয়েছিল একাংশের মধ্যে। বছর চারেক আগেই ক্যালিফোর্নয়ার সিটি অব ডেভিসকে ওই মূর্তিটি উপহার দেয় ভারত। সেই সময়ে ওই মূ্র্তি বসানো নিয়ে বিক্ষোভে দেখিয়েছিল গান্ধী-বিরোধী ও ভারত-বিরোধী কয়েকটি সংগঠন। এমনই কোনও সংগঠন নিউ ইয়র্কের ঘটনাটিতেও জড়িত বলে মনে করা হচ্ছে। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ