Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরিকল্পিতভাবে গড়ে উঠায় প্রবাসীদের সাড়ে ৪ হাজার ভবন ভাঙছে সউদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১৭ এএম

সউদী আরবের মক্কার যে অঞ্চলে প্রবাসীদের ঘনবসতি সেই আল-নাকাসা অঞ্চল নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে সউদী কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আল-নাকাসা অঞ্চলের আশপাশের সাড়ে ৪ হাজার আবাসিক ভবন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছিল ভবনগুলো।

এই আল-নাকাসা অঞ্চলে বড় সংখ্যায় প্রবাসীদের বাস। কোনো নির্দিষ্ট অঞ্চলে নয়, বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরাই সউদীতে বসবাসেরর জন্য এই আল-নাকাসাকে বেছে নেন।

পরিকল্পনার অংশ হিসেবে বলা হচ্ছে ১০ সপ্তাহেরও কম সময়ের মধ্যে ৬২০টি ভবন ধ্বংস করা হবে।
মক্কার কর্মকর্তাদের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, সেখানে অপরিকল্পিতভাবে যা কিছু গড়ে উঠেছে তার নেতিবাচক প্রভাব দূরীকরণের অংশ হিসেবে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে শহরের ঐতিহ্য সংরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

সব মিলিয়ে পরিকল্পনার আওতায় সাড়ে ৪ হাজার ভবন ভেঙে ফেলার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
এ ধরনের এলাকার উন্নয়নে মক্কার রয়্যাল কমিশনের নিজস্ব পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বেশ কিছু ডেভলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।



 

Show all comments
  • ফারুক হোসেন ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৪ পিএম says : 0
    আইন মেনে চলা উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ