Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর-আমেরিকান ডে পালিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)-এর প্রাঙ্গনে গতকাল শনিবার নিপীড়িত জনগণের উপর নির্যাতনের প্রতিবাদ ও কাশ্মীরের স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আধিপত্য প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) ড. মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া।

তিনি বলেন, কাশ্মীরসহ বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র ৫ ফেব্রুয়ারিকে কাশ্মীর দিবস ঘোষণা করেছে। এজন্য বাংলাদেশের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। অবিলম্বে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মওলানা শওকত আমীন বলেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বছরের পর বছর সেখানে নারী ও নিষ্পাপ শিশুও বাদ যাচ্ছে না। কাশ্মীরের নিপীড়িত জনগণের কোনো মানবাধিকার নেই। আধিপত্য প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুনুর রশিদ খান বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ‘কাশ্মীর-আমেরিকান ডে’ এর প্রতি সংহতি প্রকাশ করছি।

নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক বলেন, বাংলাদেশের সর্বস্তরের জনগণ কাশ্মীরের জনগণের পাশে রয়েছে। আমরা কাশ্মীরের স্বাধীনতা চাই। ১৯৪৭ সালের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি। কাশ্মীরের ৩৭০ ধারা পূনর্বহালের দাবি করছি। আশা করি জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানে কাশ্মীরে গণভোটের ব্যবস্থা হবে।

নাগরিক আন্দোলনের ইয়াসির আহমেদ বলেন, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করা হয়। তার পর থেকে ২০২২ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত ভারতীয় বাহিনীর গুলিতে ৪৩৯ জন নাগরিককে হত্যা করা হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতেই ভারতীয় বাহিনীর গুলিতে ২২ জন নাগরিক নিহত হন কাশ্মীরে।

বক্তারা বলেন, আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট আয়োজনের আগ পর্যন্ত ৩৭০ ধারা পূণঃবহাল করতে হবে। কাশ্মীরিদের বিশ্বের সকল দেশে মানবিক আশ্রয় পেতে বিনা পাসপোর্টে, বিনা ভিসায় ভ্রমণ ও অবস্থানের এবং বিনা খরচে শিক্ষা গ্রহণের সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি। আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সদস্য সচিব শামসুদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাসুদুর হোসাইন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ