Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শকের মনের মতো গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে হবে-ডিপজল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১০ এএম

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজল সাধারণত নিজের প্রযোজনা ছাড়া অন্য প্রযোজনা সংস্থার কাজ খুব একটা করেন না। তবে যারা তাকে প্রাধান্য দিয়ে সিনেমার গল্প তৈরি করেন, তাদের সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি মো. ইকবালের নির্মাণাধীন একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির নাম ‘বিট্রে’। এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে ডিপজল বলেন, আমি নিজের ঘরের বাইরের সিনেমা খুব একটা করি না। তবে ভালো গল্প এবং আমার চরিত্রটি মনের মতো হলে রাজী হই। ইকবালের সিনেমাটির গল্প আমার চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। গল্পটিও ভালো। এজন্য রাজী হয়েছি। ভাল গল্পের সিনেমা পেলে বাইরের প্রডাকশনের সিনেমা করতে আমার আপত্তি নেই। তিনি বলেন, আমার ঘরের প্রতিটি সিনেমার গল্পের সাথে আমি যুক্ত থাকি। দর্শক কি ধরনের সিনেমা চায়, সে ধরনের গল্প তৈরি করি। ফলে একটি সিনেমার গল্প তৈরি করতে আমার কয়েক মাস সময় লেগে যায়। অনেকবার গল্পের পরিবর্তন করি। ঘঁষামাজা করার পর গল্পটি চূড়ান্ত করা হয়। তারপর শুটিং করি। বর্তমানে গল্প নির্ভর সিনেমা খুব কম হচ্ছে। এতে দর্শকও আগ্রহ হারিয়ে ফেলছে। আমি আমার ঘর থেকে একের পর এক গল্পসমৃদ্ধ সিনেমা নির্মাণ করছি। আরও অনেককে এগিয়ে আসতে হবে। যেনতেন গল্পের সিনেমা নির্মাণ করলে দর্শক এখন আর সিনেমা হলে যাবে না। যারা সিনেমা নির্মাণ করেন তাদের এ বিষয়টি ভাবতে হবে। দর্শকের মন বুঝে সিনেমা নির্মাণ করতে হবে। ইতোমধ্যে বেশ কয়েকজন নির্মাতা আমার কাছে এসেছেন। তাদের গল্পগুলো ভাল লেগেছে। আমার মতো করে গল্প সাজিয়েছে। এজন্য কাজ করতে রাজী হয়েছি। বাইরের আরও দুইটি সিনেমায় কাজ করব। আশা করি, দর্শক ভাল কিছু দেখতে পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিপজল

১৭ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ