Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ মার্কিন বিমানের অবতরণ পোল্যান্ডে

বাইডেনের বাধ্যতামূলক নীতি আটকে দিলো সুপ্রিম কোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১০ এএম

পূর্ব ইউরোপে অস্থিরতার মধ্যেই বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে পোল্যান্ডে অবতরণ করলো মার্কিন বিমান। বৃহস্পতিবার ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধনাম সামরিক উত্তেজনাকে ঘিরে গত বুধবার পূর্ব ইউরোপে আরও ৩ হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগন জানায়, জার্মানিতে অবস্থানরত মার্কিন বাহিনীর এক হাজার সদস্যকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে। আর দুই হাজার সেনাকে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড ও জার্মানিতে মোতায়েন করা হবে। এরই অংশ হিসেবে পোল্যান্ডে দ্রুত সামরিক সরঞ্জাম পৌঁছাতে শুরু হয়েছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী টুইটর্বাতায় লেখেন, এটি মিত্রদের প্রতি সংহতির স্পষ্ট বার্তা। হারকিউলিস সি-৩০ সামরিক বিমান থেকে সেনাদের সরঞ্জামাদি নামানোর কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি। পোল্যান্ডের বেসরকারি চ্যানেল টিভিএন২৪ দেখা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দরে দুইটি এয়ারক্রাফট থেকে আনলোডের প্রক্রিয়া চলছিল। এ নিয়ে মোট ছয়টি মার্কিন বিমান অবতরণ করেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে মার্কিন সেনারা কখন পৌঁছাবে এবং কোথায় থাকবে তা নিশ্চিত করা হয়নি। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বড় কোম্পানিগুলোর কর্মীরা টিকা না নিলে তাদের জন্য সার্বক্ষণিক মাস্ক পরা ও প্রতি সপ্তাহে কোভিড শনাক্তকরণ পরীক্ষায় অংশ নেওয়ার যে নীতি ঘোষণা করেছিলেন, দেশটির সুপ্রিম কোর্ট তা আটকে দিয়েছে। সর্বোচ্চ আদালতের বিচারকরা বলছেন, টিকা বাধ্যতামূলক করার এ পদক্ষেপ বাইডেন প্রশাসনের কর্তৃত্বের সীমা অতিক্রম করেছে। তবে সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মীদের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলকের নীতিতে তারা সায় দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বাইডেনের প্রস্তাবে টিকা নয়তো প্রতি সপ্তাহে কর্মীদের শনাক্তকরণ পরীক্ষার নিয়ম বলবৎ হতো একশর বেশি কর্মী আছে সেসব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। এ নিয়ম ভঙ্গ করলে প্রতিষ্ঠানগুলোকে বড় অংকের জরিমানা করারও পরিকল্পনা ছিল। সুপ্রিম কোর্টের বিচারকরা ৬-৩ ভোটে এই নীতির বিপক্ষে অবস্থান নেন। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারকদের ভাষ্য, কোভিড-১৯ এর ঝুঁকির সঙ্গে অপরাধ, বায়ুদূষণ কিংবা অন্যান্য সংক্রামক রোগের কারণে দৈনন্দিন যেসব বিপদের মুখে পড়তে হয়, সেসবের ঝুঁকির কোনো পার্থক্য নেই। যে কারণে বাইডেনের টিকা নীতিকে অসংখ্য মার্কিনির দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের ওপর ‘অনুচিত হস্তক্ষেপ’ হিসেবে বিবেচনা করেছেন তারা। বাইডেনের নীতি কার্যকর হলে তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির ৮ কোটির বেশি কর্মীর ওপর প্রভাব ফেলতো। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে হতাশ ডেমোক্র্যাট এ প্রেসিডেন্ট বলেছেন, সহজ ও কার্যকর উপায়ে কী করে কর্মীদের টিকা দেওয়া যায় তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার এখন বিভিন্ন রাজ্য ও নিয়োগকর্তাদের। “ব্যবসায়িক নেতাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, ফরচুন ১০০ কোম্পানির এক তৃতীয়াংশের মতো যারা (কর্মীদের টিকাদান নিশ্চিতে) এগিয়ে এসেছেন, তাদের সঙ্গে যোগ দেওয়ার এবং তাদের কর্মী, গ্রাহক ও কমিউনিটির সুরক্ষায় প্রাতিষ্ঠানিক টিকাদানের ব্যবস্থা করতে,” বলেছেন তিনি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বলেছেন, “পিছু না হটায় সুপ্রিম কোর্টকে নিয়ে গর্বিত আমরা। (টিকা) বাধ্যতামূলক করা যাবে না।” বয়স্ক, প্রতিবন্ধী ও স্বল্প আয়ের মার্কিনিদের জন্য মেডিকেয়ার ও মেডিকেইড সরকারি স্বাস্থ্য বীমা কর্মসূচি থেকে টাকা নেওয়া হাসপাতাল, নার্সিং হোমসহ ৭৬ হাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রায় এক কোটি ৩ লাখ কর্মীর ক্ষেত্রে টিকা বাধ্যতামূলকের নীতির পক্ষে সুপ্রিম কোর্টে ৫ জন বিচারক অবস্থান নেন, বিপক্ষে ভোট পড়ে ৪ জনের। রক্ষণশীল দুই বিচারক প্রধান বিচারপতি জন রবার্টস ও বিচারপতি ব্রেট কাভানহ উদারপন্থি বিচারকদের সঙ্গে একত্রিত হলে এ নীতিটি উৎরে যায় বলে জানিয়েছে রয়টার্স। পরে এক বিবৃতিতে বাইডেন জানান, স্বাস্থ্যসেবা কর্মীদের টিকা বাধ্যতামূলকে সুপ্রিম কোর্টের সায় ‘অনেক লোকের’ জীবন বাঁচাবে। তার প্রশাসন টিকাদান জোরদার করবে, স্বাস্থ্যসেবা কর্মীদের ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই টিকা নিয়ে নিতে হবে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ