Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্নাটকে হিজাব পরা নিয়ে বিক্ষোভ ধূমায়িত হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৩ এএম

হিজাব পরে মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে যোগদানের অনুমতি চেয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হাইকোর্টে দুটি পিটিশনের শুনানি হতে যাচ্ছে। হিজাব পরার দাবিতে একটি কলেজে ছয় শিক্ষার্থীর কয়েক সপ্তাহের বিক্ষোভের পর এই পিটিশন দুটি দাখিল করা হয়েছিল। ওই ছয় শিক্ষার্থীকে হিজাব পরে ক্লাসে যোগ দিতে বাধা দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, শিক্ষার্থীরা ক্যাম্পাসে হিজাব পরতে পারে তবে শ্রেণিকক্ষে প্রবেশের পর তাদের সেটি খুলে ফেলতে হবে। কর্তৃপক্ষের এই অবস্থান ভারতের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, সংবিধানেই নাগরিকদের পছন্দ অনুযায়ী পোশাক পরার অধিকার দেওয়া হয়েছে। কর্ণাটকের উদুপি জেলার ওই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রভাব পড়েছে রাজ্যের অন্যান্য কলেজগুলোর ওপর। বৃহস্পতিবার জেলার কুন্দাপুরের একটি কলেজে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ওই কলেজের ফটকগুলোতে একদল তরুণ দাঁড়িয়ে আছে এবং তারা হিজাব পরিহিত শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। ভিডিওতে, এক শিক্ষার্থীকে পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য তাদের ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ দিতে অনুরোধ করতে শোনা যায়। কিন্তু অধ্যক্ষ তাদের হিজাব পরে ক্যাম্পাসে প্রবেশ করতে দিতে অস্বীকার করেন। ভারতের এই অঞ্চলটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। রাজ্যটিতে ক্ষমতায়ও রয়েছে বিজেপি। শিক্ষার্থীদের হিজাব পরে ক্লাসে প্রবেশ করতে বাধা দেওয়ার একদিন আগে, একদল ছেলে গেরুয়া শাল পরে কুন্দাপুরের ওই কলেজে এসেছিল। এই রঙটি হিন্দুত্ববাদের প্রতীক হিসাবে দেখা হয়। এই ছেলেরা মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার বিরুদ্ধে আন্দোলন করতো। রাজ্যের আরও তিনটি কলেজেও একই রকম বিক্ষোভ দেখা গেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী নাগেশ বিসি কলেজ কর্তৃপক্ষকে সমর্থন করে বলেছেন গেরুয়া স্কার্ফ ও হিজাব উভয়ই ক্যাম্পাসে নিষিদ্ধ করা উচিত। তিনি বলেছেন, সরকার শিগগিরই কর্ণাটক হাইকোর্টে তার অবস্থানের রূপরেখা উপস্থাপন করবে। বিবিসি হিন্দি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ