মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অসুস্থ হয়ে পড়ায় আদালতের শুনানিতে উপস্থিত হতে পারেননি মিয়ানমারের গৃহবন্দি নেত্রী অং সান সু চি। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, গুরুতর অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে পারেনি তিনি। ৭৬ বছর বয়সী সু চি’র মাথা ঘোরা, বমিসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। ফলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টস লঙ্ঘনের অভিযোগে চলা শুনানি বৃহস্পতিবারের জন্য মুলতবি ঘোষণা করেন বিচারক। এই মামলার রায়ে দোষী সাব্যস্ত হলে ১৪ বছরের সাজা হতে পারে তার। এদিন বিচারক জানান, অসুস্থতার জন্য শুনানিতে হাজির হতে পারেননি তিনি। আদালত পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি ধার্য করেছেন। সু চি’র বিরুদ্ধে ১৭ মামলার বিচারকাজ চলছে সামরিক আদালতে। এরমধ্যে ১০টি দুর্নীতি বিরোধী। সবগুলোর রায় সু চি’র বিরুদ্ধে গেলে কমপক্ষে ১৬৪ বছরের সাজা হতে পারে।
সূত্র: দ্য ইরাবতী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।