Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থ সু চি, পেছানো হলো শুনানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

অসুস্থ হয়ে পড়ায় আদালতের শুনানিতে উপস্থিত হতে পারেননি মিয়ানমারের গৃহবন্দি নেত্রী অং সান সু চি। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, গুরুতর অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে পারেনি তিনি। ৭৬ বছর বয়সী সু চি’র মাথা ঘোরা, বমিসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। ফলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টস লঙ্ঘনের অভিযোগে চলা শুনানি বৃহস্পতিবারের জন্য মুলতবি ঘোষণা করেন বিচারক। এই মামলার রায়ে দোষী সাব্যস্ত হলে ১৪ বছরের সাজা হতে পারে তার। এদিন বিচারক জানান, অসুস্থতার জন্য শুনানিতে হাজির হতে পারেননি তিনি। আদালত পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি ধার্য করেছেন। সু চি’র বিরুদ্ধে ১৭ মামলার বিচারকাজ চলছে সামরিক আদালতে। এরমধ্যে ১০টি দুর্নীতি বিরোধী। সবগুলোর রায় সু চি’র বিরুদ্ধে গেলে কমপক্ষে ১৬৪ বছরের সাজা হতে পারে।
সূত্র: দ্য ইরাবতী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ