Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেফ বেজোসের জাহাজকে পথ দিতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক সেতু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩৮ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিশাল জাহাজটি সেতুর নিচ দিয়ে যেতে পারছে না। এ কারণে ভাঙা হবে একটি ঐতিহাসিক সেতু। গত বুধবার (২ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছে নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডামের কর্তৃপক্ষ।

আইকনিক কোনিংশেভেন সেতু রটারডামের অন্যতম আকর্ষণ। ১৮৭৮ সালে এর নির্মাণ শুরু হয়েছিল। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসিদের বোমার আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আবার এটি পুনর্নির্মিত হয়েছিল।
জানা গেছে, জেফ বেজোসের বিশাল ওই জাহাজের দাম ৪৩০ মিলিয়ন ইউরো। রটারডামের কাছে আলব্লাসারডামে নির্মাণকারী শিপইয়ার্ড বেজোসের বিশাল জাহাজটি তৈরি করছে। কিন্তু ব্রিজের কারণে সেটি বের করে সমুদ্রে আনা যাচ্ছে না। সেই কারণেই নির্মাণকারীরা স্থানীয় কাউন্সিলকে সেতুর কেন্দ্রীয় অংশটি সাময়িকভাবে সরিয়ে দিতে বলেছে।
সেতুর মাঝের অংশটুকু সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে। জাহাজটি বেরিয়ে গেলে সেতুটি আবার পুনর্নির্মাণ করে দেওয়া হবে।



 

Show all comments
  • Gazi shoel ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৮ পিএম says : 0
    জাহাজ যদি ব্যাক্তি স্বার্থ না হয় তাহলে ব্রিজ ভাংঙ্গা যেতে পারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেদারল্যান্ডস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ