Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার চীনের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞা দিল ভারত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ পিএম

চীনের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ভারত। চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সাথে সংঘাতে অংশ নেয়া এক চীনা সেনা কর্মকর্তার উপস্থিতির জেরে ভারত এই ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারই চীনের ওপর মার্কিন নেত্বতাধীন নিষেধাজ্ঞায় যোগ দেয়ার ঘোষণা দেয় ভারত।

এএফপি জানায়, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় বিশ্বের অন্যতম জনবহুল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্মুখ লড়াইয়ে যোগ দিয়েছিলেন চীনের সেনা কর্মকর্তা কোই ফাবাও। ‘নায়ক’ উপাধি দিয়ে অলিম্পিকের মশাল বহনের তালিকায় কোই ফাবাও’র নাম প্রকাশ করে চীন।

আর কোই ফাবাও’র নাম আশার পরই ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে চীনের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়াসহ পশ্চিমাদেশগুলো দেশটিকে কূটনীতিকভাবে বয়কট করেছে। এবার সেই তালিকায় যোগ দিল ভারত।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। এদিকে চীন বরাবরই দাবি করে আসছিল, এই সংঘর্ষে তাদের মাত্র চার জন সেনা নিহত হয়েছে। তবে এবার ওই সংঘর্ষ নিয়ে সংঘর্ষ নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করেছে অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য ক্ল্যাক্সন’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ