Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে যুদ্ধজাহাজ ও বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৩০ লাখ কোটি ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। বুধবার এক মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলারে পর দেশটির সুরক্ষায় সহায়তা করতে এসব সমরাস্ত্র মোতায়েন করা হবে। সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হযেছে, আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ফোনালাপের পর এসব সমরাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান হুমকি মোকাবিলায় সহায়তা দিতে এসব অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। সউদী আরবের নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এর প্রথমবারের মতো তিন তেলকর্মী নিহত হয়। মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস কোলে আমিরাতের নৌবাহিনীকে সহায়তা দিতে আবু ধাবি বন্দরে অবস্থান করবে। এছাড়া পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও মোতায়েন করা হবে। এএফপি এ খবর জানায়। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ নতুন করে মাইলফলক স্পর্শ করেছে। মঙ্গলবার দেশটির রাজস্ব দফতরের প্রকাশিত তথ্যে দেখা গেছে, দেশটির সরকারি ঋণের পরিমাণ বর্তমানে ৩০ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। করোনা মহামারির সময়ে মার্কিন সরকারের ঋণ নেওয়া বেড়ে যায়। এই সময় ওয়াশিংটন অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বেপরোয়া ব্যয় শুরু করে। ২০১৯ সালের পর থেকে দেশটির জাতীয় ঋণ বেড়েছে প্রায় সাত লাখ কোটি ডলার। কোন পরিমাণ ঋণকে খুব বেশি বলা যাবে তা নির্ণয় করা অসম্ভব। আর যুক্তরাষ্ট্রের এই ঋণের পরিমাণ কি সমস্যা তৈরি করবে তা নিয়ে অর্থনীতিবিদদের ভিন্নমত রয়েছে। তবে এই ঋণ যখন নতুন মাইলফলক স্পর্শ করলো তখন সুদের হার বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন সুদের হার নিয়ন্ত্রণে রাখলেও বর্তমানে মার্কিন রাজস্ব দফতর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মেজাজে রয়েছে। জেপি মর্গান অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রধান বৈশ্বিক কৌশলবিদ ডেভিড কেলি বলেন, ‘এটা স্বল্প মেয়াদী কোনও সংকট নয়, বরং এর অর্থ হচ্ছে আমরা দীর্ঘ মেয়াদে আরও দরিদ্র হতে যাচ্ছি।’ এএফপি,সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ