Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্রের বিরুদ্ধে হামলা ব্যর্থ, অভ্যুত্থানে গিনি বিসাউয়ে বহু নিহত : প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি করে দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো একে ‘গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ হামলা’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবারের ঘটনায় নিরাপত্তা বাহিনীর ‘অনেক’ সদস্য নিহত হয়েছেন বলেও জানান প্রেসিডেন্ট। এদিন হঠাৎ করেই রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। ওই ভবনে প্রেসিডেন্টের উপস্থিতিতে ক্যাবিনেটের বৈঠক চলছিল। সেসময় বেসামরিক পোশাকে ভারী অস্ত্র শস্ত্রে থাকা হামলাকারীরা ভবনে গুলি চালায়। কিছু সেনা দাবি করে যে, তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নুনো গোমেসকে আটক করেছে। তবে এমন গুঞ্জন নিজেই উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট। এদিকে হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে কী ঘটেছে তার প্রকৃত ঘটনা এখনও অপষ্ট। গোলাগুলির ঘটনায় কতজন নিহত হয়েছেন এর তথ্য দেননি প্রেসিডেন্ট। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ধারণা করছেন, পরিকল্পিত এবং সংগঠিত হামলা মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্ক থাকতে পারে। এক টুইট বার্তায় তিনি বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি সুস্থ আছি। পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে। এর আগে ঘটনাস্থলে থাকা সাংবাদিক আলবার্তো ডাবু বিবিসি সংবামাধ্যমকে বলেন, অজ্ঞাত অস্ত্রধারীরা সরকারি বাসভবনে হামলা চালায়। ওই সময় প্রেসিডেন্ট এমবালো ও প্রধানমন্ত্রী নুনো গোমেজের সঙ্গে বৈঠক করছিলেন। একে অভ্যুত্থান প্রচেষ্টা অ্যাখা এবং নিন্দা জানিয়ে সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহŸান জানিয়েছেন পশ্চিম আফ্রিকার আঞ্চলিক নেতারা। বিবিসি, আল-জাজিরা, টিআরটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসিডেন্ট

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ