বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের শ্রীবরদীতে বনভোজনের ট্রলি খাদে পড়ে ২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১২ টার দিকে শ্রীবরদী-লঙ্গরপাড়া সড়কের শ্রীবরদী পৌরসভার কলাকান্দা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের খড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল (২০) ও আবু তালেবের ছেলে ইসমাইল হোসেন (১৯)।
আহতদের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তাঁরা হলো খরিয়া গ্রামের শাকিল, সাগর, রাশেদুল লোকমান, আরিফ, সাব্বির ও কামরুজ্জামান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খড়িয়া গ্রামের কয়েকজন তরুণ মঙ্গলবার দুপুরে ট্রলি যোগে ঝিনাইগাতীর গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্রে বনভোজনে যায়। বনভোজন শেষে তাঁরা ট্রলিতেই বাড়ি ফিরছিল। কলাকান্দা সেতুর নিকট এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার স্থানীয় লোকজনের সহযোগিতায় শ্রীবরদী থানা পুলিশ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর গুরুতর আহতদের জেলা সদর হাসপাতালে নেওয়ার পর সাইদুল ও ইসমাইলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী রাকিবুল ইসলাম ২ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ৬ থেকে ৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যোগাযোগ করে জানা যায়, ওই তাঁদের হাসপাতালে ৭-৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আবুল হাশিমবলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রকৃয়া চলছে এবং ট্রলি চালককে গ্রেফতারে অভিযাণ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।