মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল মঙ্গলবারের হামলার পর নিরাপদ ও সুস্থ আছেন দেশটির প্রেসিডেন্ট।
রাষ্ট্রীয় ভবনে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের একান্ত বৈঠকের সময় চালানো হয় এই সেনা অভ্যুত্থান। প্রচণ্ড গোলাগুলির শব্দে ভারি হয়ে ওঠে এলাকা।
প্রাথমিকভাবে জানানো হয়, বন্দি করা হয়েছে শীর্ষ রাজনীতিকদের। কিন্তু দিন গড়াতেই প্রেসিডেন্ট উমারো সিসোকো রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে জানান, অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রাণ হারিয়েছেন বহু সেনা সদস্য। কিন্তু হতাহতের কোনো সংখ্যা জানাননি তিনি।
২০১৯ সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন উমারো। সেসময়ই ছিল সেনাবাহিনীর সাথে অন্তর্কোন্দল। কয়েক সপ্তাহের ব্যবধানে আফ্রিকার দেশটিতে দ্বিতীয়বারের মতো চালানো হলো অভ্যুত্থান। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।