Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনকে মোকাবিলায় অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তিতে করবে পাপুয়া নিউ গিনি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৮ এএম

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরী দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম লোকমত টাইমস।

প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিলে চীনের সঙ্গে বিতর্কিত এক 'নিরাপত্তা চুক্তি' করেছিলো
এই সলোমন দ্বীপপুঞ্জ। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে আগ্রহ দেখাল পাপুয়া নিউগিনি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব হ্রাস করতে এবং ওই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা সময়োপযোগী উল্লেখ করে এর প্রশংসা করেছেন বিশ্লেষকরা।

এশিয়া টাইমস জানিয়েছে, পাপুয়া নিউগিনিকে এই নিরাপত্তা চুক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রশংসিত হচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তার অক্লান্ত প্রচেষ্টা ও দূরদর্শী কূটনীতির কারণে চুক্তিটি বাস্তবতার মুখ দেখতে চলেছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ