মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরী দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম লোকমত টাইমস।
প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিলে চীনের সঙ্গে বিতর্কিত এক 'নিরাপত্তা চুক্তি' করেছিলো
এই সলোমন দ্বীপপুঞ্জ। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে আগ্রহ দেখাল পাপুয়া নিউগিনি।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব হ্রাস করতে এবং ওই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা সময়োপযোগী উল্লেখ করে এর প্রশংসা করেছেন বিশ্লেষকরা।
এশিয়া টাইমস জানিয়েছে, পাপুয়া নিউগিনিকে এই নিরাপত্তা চুক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রশংসিত হচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তার অক্লান্ত প্রচেষ্টা ও দূরদর্শী কূটনীতির কারণে চুক্তিটি বাস্তবতার মুখ দেখতে চলেছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।