Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৬ এএম

আফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থানের পর সৈন্যরা দেশব্যাপী কারফিউ জারি করেছে। তারা প্রেসিডেন্ট আলফা কন্ডেকে আটকের দাবি করেছে। এছাড়া সংবিধান বাতিল ও সরকার ভেঙে দিয়েছে। কর্নেল মামাদি দুমবোয়ার নেতৃত্বে এই অভ্যুত্থান হয় বলে জানা গেছে।


মামাদি এক বিবৃতিতে বলেন, আমরা প্রেসিডেন্টের স্বাস্থ্যের সর্বাত্মক যত্ন নিচ্ছি। তিনি চিকিৎসকদের পরিচর্যায় রয়েছেন। সবকিছুই ঠিক আছে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করে মামাদি বলেন, নবঘোষিত ন্যাশনাল কমিটি ফর র‌্যালি অ্যান্ড ডেভেলপমেন্ট সংবিধান বাতিল করেছে, সরকার ভেঙে দিয়েছে। তারা এক সপ্তাহের জন্য দেশের স্থল ও আকাশ সীমান্ত বন্ধ করে দিয়েছে বলেও ঘোষণঅ করেছে।

গিনির পতাকায় নিজেকে মুড়ে ওই কর্নেলকে অর্ধডজন সশস্ত্র সৈন্য পরিবেষ্টিত অবস্থায় দেখা যায়।

তিনি অভিযোগ করেন, কন্ডে রাজনীতিকে নিজের সম্পত্তিতে পরিণত করেছিলেন, কিন্তু দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থার উন্নতির জন্য কিছুই করেননি।

তিনি বলেন, আমরা আর এক ব্যক্তির রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা জনগণের কাছে তা হস্তান্তর করতে চাই।

গত বছর সহিংসতাপূর্ণ নির্বাচনে ৮৩ বছর বয়স্ক কন্ডে তৃতীয়বারে মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। সূত্র : আনাদুলু এজেন্সি



 

Show all comments
  • মোহাম্মাদ সাকিব হাসান হাবীড ৬ সেপ্টেম্বর, ২০২১, ২:০০ পিএম says : 0
    জনগনের শান্তিসম্পূর্ণ রাতের ঘুম ও সুস্বাস্থ্যসম্পূর্ণ জীবন প্রদানই রাষ্ট্রের প্রথম ও প্রধান কাজ। আজকাল ইন্টারনেটর অপব্যবহার ও উগ্র খাবার এর দুটোই নষ্ট করে দিয়েছে। আমাদের বিশ্বজাতিকে সঠিকভাবে কমান্ড করতে হবে। যুদ্ধ খুবই খারাপ বিষয়।যুদ্ধকে এড়িয়ে চলি যা ন্যায়ের নয়।পারমানবিক বোমার তেজষ্শক্রিয়তাকে ইনগাল্ফ করতে এন্টিপারমানবিক বোম তৈরিতে তৎপর হই।
    Total Reply(0) Reply
  • Anwar+Hossain ৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৬ পিএম says : 0
    রাজনীতিকে নিজের সম্পত্তিতে পরিণত করেছিলেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ