Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গিনি-বিসাউয়ে ব্যর্থ অভ্যুত্থানে নিহত ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২০ এএম

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে ব্যর্থ অভ্যুত্থানে অন্তত ১১ জন নিহত হয়েছে। বুধবার সরকারের মুখপাত্র ও পর্যটনমন্ত্রী ফারনাদো ভাজ রাজধানী বিসাউয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। নিহতদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ মোট চারজন বেসামরিক নাগরিক রয়েছে বলে জানান তিনি। বাকি সাতজন সামরিক ও আধা-সামরিক বাহিনীর সদস্য। সংবাদ সম্মেলনে ফারনাদো ভাজ বলেন, ‘অর্থনৈতিক ক্ষমতাশালী লোকের’ সহায়তা নিয়ে ‘গোপন উদ্দেশ্যে’ এই অভ্যুত্থানের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানী বিসাউয়ে প্রেসিডেন্ট প্রাসাদে গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসিকো এমবালো মন্ত্রিসভার এক বৈঠকে অংশ গ্রহণের সময় এই অভ্যুত্থান করা হয়। ভারী অস্ত্রসজ্জ্বিত একটি দল প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে প্রচÐ গোলাগুলি শুরু করে। গোলাগুলির শব্দে লোকজন ওই এলাকা থেকে পালিয়ে যান। পরে অভ্যুত্থান চেষ্টাকারীদের ব্যর্থ করে দেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট এমবালো। ১৯৭৪ সালে গিনি-বিসাউ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পায়। তারপর থেকে অন্তত বারো বার দেশটিতে অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। আনাদোলু এজেন্সি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গিনি-বিসাউ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ