Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইব্রেকারে পিএসজিকে হারিয়ে শেষ আটে নিস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৩৭ এএম

টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় পিএজিকে হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার ফাইালে নিস। প্যারিসে সোমবার রাতে ৯০ মিনিট পিএসজিকে আটকে রাখল নিস। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় হেরেছে মেসিদের পিএসজি। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে ব্যবধান গড়ে দিলেন তাদের গোলরক্ষক। ফলে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরেছে প্রতিযোগিতাটির গতবারের ও রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন মেসির পিএসজি।

নিসের বিপক্ষে বিখ্যাত ১০ নম্বর জার্সিতে মাঠে নামেছিলেন লিওনেল মেসি। ফরাসি কাপের নিয়ম অনুযায়ী, শেষ ষোলোয় শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের পরতে হয় ১ থেকে ১১ নম্বর জার্সি। পিএসজিতে নিয়মিত ১০ নম্বর জার্সি পরা নেইমার চোটের কারণে বাইরে আছেন। ফলে ৩০ নম্বর জার্সির পরিবর্তে নেইমারের ১০ নম্বর জার্তিতে মাঠে নামেন মেসি।

খেলার শুরু ২২ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল পিএসজি। ডি-বক্সে মেসির পাস খুঁজে পায় আন্দের এররেরাকে। এই মিডফিল্ডারের বাড়ানো বল বাইরে মারেন মার্কো ভেরাত্তি। প্রথমার্ধের শেষ দিকে সরাসরি গোলরক্ষক বরাবর শট মারেন মেসি। সেটি সহজেই ঠেকান জানলুইজি দোন্নারুম্মা।

খেলার ৬৪তম মিনিটে মাউরো ইকার্দিকে তুলে কিলিয়ান এমবাপেকে নামান পিএসজি কোচ। এর চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে ভেরাত্তির শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়। তবে খেলার ৮৪তম মিনিটে দারুণ গোলেন সুযোগ পায় নিস। ডি-বক্সে জাস্টিন ক্লুইভার্টের শট ঠেকান ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে লেয়ান্দ্রো পারেদেসের শট ঝাঁপিয়ে ঠেকান সফরকারী গোলরক্ষক।

টাইব্রেকারে নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস। পিএসজির প্রথম দুটি শটে জাল খুঁজে নেন মেসি ও এমবাপে। পারেদেসের নেওয়া তাদের তৃতীয় শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্চিন বুকা। নিসের পরের শট ঠেকান দোন্নারুম্মা। পরের তিনটি করে শটে দুই দলই জাল খুঁজে নেয়। এরপর পিএসজির চাভি সিমোন্সের শট ঠেকিয়ে নিসকে উল্লাসে ভাসান বুকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ