Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাসিক হোটেলের ৬ তলা থেকে লাফ মডেলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

বাবাকে ফোন করার পর আত্মহত্যার জন্য আবাসিক হোটেলের ছয় তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়েছেন ভারতের এক মডেল। ভারতের রাজস্থানের যোধপুরের একটি আবাসিক হোটেলের বারান্দা থেকে লাফ দেন গুনগুন উপাধ্যায়। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় পুলিশের তথ্যানুযায়ী, গুনগুন মডেলিং করেন। শনিবার উদয়পুর থেকে যোধপুরে আসেন তিনি। যোধপুরে আসার পর তিনি তার বাবাকে ফোন করে জানান, আমি আত্মহত্যা করতে যাচ্ছি, শুধু আমার মুখের দিকে তাকাও। মেয়ের এই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা গণেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এর পর ফোন নম্বরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলেই যাওয়ার আগেই গুনগুন হোটেলের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মথুরাদাস মাথুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুনগুন বুকে চোট পেয়েছেন। পায়ের হাড় ভেঙেছে। তার প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাকে টানা রক্ত দিতে হচ্ছে। তবে কেন এই পদক্ষেপ সে বিষয়ে পুলিশ জানিয়েছে, এখনও গুনগুন কিছু বলার অবস্থায় নেই। জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানা যাবে। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ