Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মণিপুরে মোদি ও মুখ্যমন্ত্রীর মূর্তিতে আগুন দিয়েছে বিজেপি সমর্থকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

বিধান সভা নির্বাচনের প্রার্থিতা ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেনে সিংয়ের মূর্তিতে আগুন দিয়েছে বিজেপি সমর্থকেরা। রবিবার দলটি প্রার্থিতা ঘোষণার পর হতাশ সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন। রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে আর বিক্ষোভকারীরা কয়েকটি এলাকায় সমবেত হয়ে সেøাগান দিয়েছে। রাজ্যের রাজধানী ইমফালে বিজেপি সদর দফতরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রার্থী তালিকায় নাম না আসায় মণিপুরে বিজেপির বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। তবে এই সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায়নি। এনডিটিভির খবরে বলা হয়েছে, পদত্যাগকারী নেতাদের অভিযোগ, কংগ্রেস ছেড়ে যাওয়াদের জায়গা দিতে তাদের প্রার্থী তালিকায় রাখা হয়নি। মণিপুর রাজ্যের ৬০ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। এরমধ্যে কংগ্রেস ছেড়ে যাওয়া দশ জন বিজেপির টিকিট পেয়েছেন। আর এ নিয়ে বিজেপির অভ্যন্তরীণ ক্ষোভ প্রকাশ্যে দেখা দিয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিং ঐতিহ্যবাহী আসন হেইনগ্যাং থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী বিশ্বজিত সিং লড়বেন থোংজু আসন থেকে। সাবেক জাতীয় ফুটবলার সোমাতাই সাইজা লড়বেন উখরুল থেকে। ২০১৭ সালের নির্বাচনে বিজেপি ৬০টির মধ্যে মাত্র ২১টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস পায় ২৮টি আসন। কিন্তু ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগা পিপলস পার্টির সঙ্গে জোটবেঁধে বাজিমাত করে বিজেপি। মণিপুরে সরকার গঠন করে পদ্মশিবির। তবে এবার কংগ্রেস-বিজেপির মাঝে ঢুকে পড়েছে তৃণমূলও। কয়েক মাস আগে একঝাঁক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন। মণিপুর বিজেপি এবার মাত্র তিন নারী এবং এক মুসলিমকে প্রার্থী করেছে। বিজেপিতে যোগ দেওয়া মণিপুর কংগ্রেসের সাবেক প্রধান গোবিন্দাস কোনথুয়াজামও প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুগতরা বেশি মনোনয়ন পেয়েছেন বলে জানিয়েছে বিজেপি সূত্র। উত্তর প্রদেশ, পাঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ডের পাশাপাশি আগামী মাসে মণিপুরেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। দু’দফায় ভোট হবে রাজ্যে। আগামী ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ মণিপুরে ভোট হবে। ফল ঘোষণার কথা রয়েছে আগামী ১০ মার্চ। এনডিটিভি, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ