Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সু চির বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির নতুন অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ৭:২৭ পিএম

২০২০ সালে অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে মামলা দায়ের করেছে জান্তা সেনা। একটি সূত্রের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রসঙ্গত, এই অভিযোগেই মিয়ানমারে অভ্যুত্থান ঘটিয়েছিল মিয়ানমারের সেনারা।

স্থানীয় একটি পর্যবেক্ষণ সংস্থা জানায়, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের পর এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
এরই মধ্যে সু চির বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এ সব অভিযোগ প্রমাণিত হলে ১০০ বছরের জেল হতে পারে সু চির।
সু চির মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের নির্বাচনের সময় দেশটির নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগে বিচারের মুখোমুখি হবেন সু চি। আগামী ছয় মাসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হবে।
ওই সূত্র আরও জানায়, মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও এই অভিযোগে অভিযুক্ত হবেন।

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর তৎকালীন নির্বাচন কমিশনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২০ সালের নির্বাচনের ফল গত বছর জুলাইতে বাতিল করে জান্তা সরকার। তাদের দাবি, প্রায় এক কোটি ২০ লাখ ভোট জালিয়াতি হয়েছে।

তবে স্বাধীন পর্যবেক্ষকেরা জানিয়েছেন, ওই নির্বাচন ছিল নিরপেক্ষ ও সুষ্ঠু। মিয়ানমার জান্তা সরকার ২০২৩ সালের আগস্টের মধ্যে আরেকটি নির্বাচন দেওয়ার প্রতিজ্ঞা করেছে।
অবৈধভাবে ওয়াকিটকি আমদানি, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে সু চিকে এরই মধ্যে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ