বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কর্ণফুলী নদীতে নিখোঁজ কিশোর শরিফুল ইসলামের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শরীফুল ইসলাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকার আবু রহমানের ছেলে। সোমবার সকালে কর্ণফুলী নদীর আনুমাঝির ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহতের পিতা আবু রহমান জানান, গত ২৮ জানুয়ারি সকালে সদরঘাট এলাকায় গোসল করতে নামে শরিফুল। এ সময় সে পানিতে তলিয়ে যায়। এইদিন অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আজ সকাল ৮টায় আনুমাঝির ঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে নৌবাহিনী। পরে লাশটি উদ্ধার করেন নৌবাহিনীর সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।