Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেগাসাস নিয়ে অস্বস্তিতে বিজেপি, নিউ ইয়র্ক টাইমসের খবর অস্বীকার কেন্দ্রীয় মন্ত্রীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:৫৭ পিএম

পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমসের নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ফের অস্বস্তিতে ভারতের মোদি সরকার। বিরোধীরা একযোগে সরকারকে কোণঠাঁসা করার চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকারের সিনিয়র নেতামন্ত্রীরা সেভাবে মুখই খোলেননি। বিজেপির শীর্ষ নেতারাও এখনও এ নিয়ে নীরব। সব মিলিয়ে শাসক শিবিরের তরফে প্রতিক্রিয়া বলতে শুধু কেন্দ্রীয় মন্ত্রী মেজর জেনারেল ভি কে সিং যে টুইট করেছেন, সেটিই। মেজর জেনারেল ভি কে সিংয়ের দাবি, নিউইয়র্ক টাইমসের রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়।

প্রসঙ্গত ওই মার্কিন সংবাদপত্রের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, ২০১৭ সালেই ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাস কিনেছিল ভারত। এরপরেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এককাট্টা হয়ে ফের কেন্দ্রের সমালোচনায় নেমেছে। সংসদের বাজেট অধিবেশনে এই নিয়ে বিরোধীরা ফের ঝড় তুলতে পারে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, সুপ্রিম কোর্টকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগেও সরব বিরোধীরা। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় ইসরাইলের সঙ্গে ২০০ কোটি ডলারের একটি চুক্তি সই করেছিল ভারত। সেই চুক্তির অন্যতম ছিল পেগাসাস। যদিও এখনও পর্যন্ত পেগাসাস কেনা নিয়ে ভারত বা ইসরাইল কোনও দেশের সরকারই মুখ খোলেনি।

শুধু কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং এক টুইটে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন নিয়ে সন্দেহপ্রকাশ করে বলেছেন, ‘নিউ ইয়র্ক টাইমস তো সুপারি মিডিয়া। ওদের কি বিশ্বাস করা যায়?’ দেশের সাবেক কূটনীতিবিদ তথা জাতিসংঘে ভারতের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিনও খানিকটা একই সুরে কথা বলছেন। তারও বক্তব্য, পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্ট প্রকাশ করেছে সেটা বড়সড় ভুল এবং বিশ্বাসযোগ্য নয়।

এদিকে শনিবার ভারত-ইসরাইলের কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘ভারত-ইসরাইল সহযোগিতার ক্ষেত্রে নতুন লক্ষ‌্য স্থাপনের এটাই সেরা সময়। আমরা যখন স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপন করছি, তখন তার মাত্র এক বছর বাদেই ইসরাইলও তাদের স্বাধীনতার ৭৫ বছর পালন করবে। দু’দেশই কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর উদযাপন করছে।’’ সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ