Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনের মারিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:৩২ পিএম

ইয়েমেনের মারিব প্রদেশে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ আরও ২৩ জন। ইয়েমেনের সরকার এবং মানবাধিকার সংস্থাগুলো এ হামলার নিন্দা জানিয়েছে। খবর আরব নিউজের।
দেশটির তথ্য, সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি বলেছেন, ইরান সমর্থিত মিলিশিয়ারা গত বুধবার রাতে মারিব বিমানবন্দরের পাশে মিসাইল হামলা চালায়। এতে সাধারণ মানুষ হতাহত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধের জন্য হুতিদের শাস্তি পেতে হবে বলে জানান তিনি।
এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট রোববার সকালে শাবওয়াহ প্রদেশের উসাইলান এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অনেক ভাড়াটে গেরিলা ও সন্ত্রাসী নিহত হয়েছে। সূত্র : আরব নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ