মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে একটানা ১৫ বছর নার্সের কাজ করেছিলেন অ্যালি রে। কিন্তু নিজেরই এক সহকর্মীর অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। চাকরি হারিয়ে প্রথমে কিছুদিন ভেঙে পড়লেও পরে ঘুরে দাঁড়ান অ্যালি রে। বর্তমানে তিনি মাসে কোটি টাকার বেশি রোজগার করেন।
যুক্তরাষ্ট্রের বোস্টনের বাসিন্দা ৩৭ বছরের অ্যালি রে’র স্বামী এবং তিন সন্তান রয়েছে। জানা গেছে, নার্সের কাজের পাশাপাশি অ্যালির ‘অনলি ফানস’ নামে ওয়েবসাইটে একটি চ্যানেল ছিল। সেই কথা একদিন জেনে যায় তার এক সহকর্মী।
এরপরই দ্রুত দৃশ্যপট পাল্টাতে শুরু করে। কেবল সহকর্মীর নিজে জানাই নয়। আগ বাড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষকেও অ্যালির চ্যানেলের কথা জানিয়ে দেয় ওই সহকর্মী। হাসপাতাল কর্তৃপক্ষের রোষের মুখে পড়েন অ্যালি রে। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
অ্যালি জানান, প্রথমে কিছুটা ভেঙে পড়লেও পাশে দাঁড়ান তার স্বামী। ওয়েবসাইটের যে চ্যানেলের জন্য তার চাকরি গেছে, সেই চ্যানেলকেই পেশা করার পরামর্শ দেন স্বামী। যেমন ভাবনা তেমন কাজ।
‘অনলি ফানস’ নামে ওয়েবসাইটের ওই চ্যানেলকেই পেশা করেন মহিলা। বর্তমানে ওই চ্যানেল থেকেই মাসে ২ কোটিরও বেশি টাকা আয় করছেন তিনি। নার্সের পেশা ছেড়ে দেওয়ায় মনে কোনও আফসোস নেই বলেও জানিয়েছেন অ্যালি রে। সূত্র : মিরর ইউকে, জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।