Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অযথা প্যানিক না ছড়ানোর আহ্বান জেলেনস্কির

পুতিন সেনাদের ফিরিয়ে নেয়ার নির্দেশ দিতে পারেন : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান পরিস্থিতিকে সংঘাতে নিয়ে যাওয়ার কারণ নেই বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড। উত্তেজনা নিরসনে আলোচনার জন্য এখনও সময় ও স্থান আছে বলে মনে করেন তিনি। শুক্রবার অস্টিন লয়েড রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্রমবর্ধমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ‘এ সিচুয়েশনকে সংঘাতে নিয়ে যাওয়ার কোনও মানে হয় না। পুতিন তার সেনাদের ফিরেয়ে নেয়ার নির্দেশ দিতে পারেন’। তার মতে, ‘সংঘাত অনিবার্য নয়। এখনও সুযোগ আছে কূটনৈতিক উপায়ে সমাধানে পৌঁছানোর’। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করে বলেন, তারা (রাশিয়া) ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চায় না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারিতেই হামলা চালিয়ে বসতে পারে মস্কো। তার জন্য বড় কোন অ্যালার্ম ছাড়াই এই হামলা চালাতে পারে। পরিস্থিতি আঁচ করতে পেরে ইউরোপের পূর্বাঞ্চলে কয়েক হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে কবে তারা পৌঁছাবে বা পাঠানো হবে তা উল্লেখ করেননি। এ নিয়ে সম্প্রতি পেন্টাগন জানিয়েছে, তাদের সাড়ে ৮ হাজার সেনা প্রস্তুত রয়েছে। ছোট একটা নোটিশেই রওনা দেবে তারা। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভে সংবাদ সম্মেলন ডেকে পশ্চিমাদের উদ্দেশে সাফ জানিয়ে দিলেন, ‘আমাদের সীমান্তে রুশ সেনার উপস্থিতি নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না। ইউক্রেনে যেকোনও সময় হামলা হতে পারে, এ ধরনের কথা বলায় আমাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে।’ বলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতারা বলেই যাচ্ছেন,আগামীকালই যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এমন কথা শুধু প্যানিক ছড়ায়। এটা আমাদের কত বড় ক্ষতির কারণ তা কি তারা জানেন?’ বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ