Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে নকল পণ্য, ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ১১:১৮ এএম

রাজধানীর বংশাল ও কামরাঙ্গীরচর এলাকায় নকল প্রসাধনী ও কাঁচামাল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিএসটিআই ও র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

তিনি বলেন, বংশালের সুড়িতলা এলাকার আদর হারবাল কারখানা থেকে বিখ্যাত জনসন অ্যান্ড জনসন-এর ৪ হাজার পিস লোশন (১০০ মি.লি.), ৬০০ পিস অলিভ অয়েল, ৩ হাজার ৮০০ পিস গ্লিসারিন, ২০ হাজার পিস লোশনের খালি বোতল এবং নগদ ৩৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে আদর হারবাল কারখানার মালিক ফারুক হাওলাদারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে কামরাঙ্গীরচর এলাকার আমিন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি এবং বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। নকল ও নিম্নমানের এই পণ্য কিনে প্রতারিত হওয়ার হাত থেকে সাধারণ ভোক্তাদের রক্ষা করতে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমান আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ