Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামুতে বোরকা পরে কৃষ্ণ মন্দিরে হিন্দু যুবকের মাতলামী

২ জনকে ৩ মাসের সাজা

রামু (কক্সবাজার) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১১:৩৯ এএম

এক হিন্দু যুবক বোরকা পরে কৃষ্ণ মন্দিরে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলায় ভ্রাম্যমান আদালতে দুইজনকে সাজা দেয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২ ফেব্রুয়ারী দিবগত রাত দেড়টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান শর্মাপাড়া রমনী পাহাড় এলাকার কৃষ্ণ মন্দিরে।

জানা গেছে, ওই গ্রামের স্বপন দে এর ছেলে সনাতন দে (৩৫) তার আরেক সঙ্গীসহ মদ্যপাবস্থায় বোরকা পরে মন্দিরে প্রবেশ করে মাতলামী করতে থাকে। এসময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাকে ধরে থানায় সোপর্দ করে।

অপর যুবক টেকনাফ শাহপরীরদ্বীপ ডেইলপাড়া এলাকার ফজল করিমের ছেলে নুরুল হক (২৫) বলে জানা গেছে। পুলিশ তাকেও আটক করে।

রামু থানা পুলিশ রামু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদের হাজির করলে রামু উপজেলা সহকারি কমিশনার ভুমি রিগ্যান চাকমা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯ (১) গ ধারায় অপরাধ করার কারনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। তখন রামু থানা পুলিশ তাদের জেল হাজতে প্রেরন করেন।

রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিগ্যান চাকমা জানান,
আটক দুইজনকে জিজ্ঞাসাবা পুর্বক তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলে। তাই মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমান আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ