মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মর্গে পড়ে স্বামীর দেহ। খাট, লাশবাহী যান প্রস্তুত। কিন্তু সমস্যা অন্য জায়গায়। স্বামীর দেহ নেবেন কোন্্ স্ত্রী? এই নিয়ে থানায় চরম অশান্তি। ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ঘটনা এটি। কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত চাঁদমারি এলাকার বাসিন্দা পেশায় মাছ বিক্রেতা হরেন হালদার, বয়স ৬০। গেল রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মারা যান। ময়নাতদন্তের জন্য দেহটি জিলা শক্তিনগর হাসপাতালে পাঠায় কোতয়ালি থানার পুলিশ। আর এরপরই মাথাচাড়া দেয় নতুন সমস্যা। বুধবার মর্গে এসে হাজির হয় দুই দাবিদার। পরিবার সূত্র খবর, মৃত হরেন হালদারের চারটি বিয়ে। দুই স্ত্রী আগেই মারা গেছেন। এখনও জীবিত আরও দুই স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রীর কোনো সন্তান নেই। দ্বিতীয় পক্ষের স্ত্রীর দুই মেয়ে এবং এক ছেলে। বর্তমানে জীবিত দুই স্ত্রী বুধবার লাশের দাবি নিয়ে কোতোয়ালি থানার পুলিশের দ্বারস্থ হন। প্রথম পক্ষের স্ত্রী দাবি করেন, তার স্বামীর চারটে বিয়ে। এর মধ্যে দুই স্ত্রীকে মেরে ফেলেছে হরেন হালদার। গত সাত বছর ধরে তার কাছেই থাকতেন হরেন। যদিও আরও এক স্ত্রী মুখ খুলতে চাননি। বরং এসবের মধ্যে মরদেহ কার হাতে তুলে দেবে তা নিয়ে দ্বিধায় পড়েছে পুলিশ। বুধবারও মর্গ থেকে মরদেহ ছাড়েননি পুলিশ। জিনিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।