Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্ত্রীকে ঘরের কাজ করতে বলা ‘নিষ্ঠুরতা’ নয়

বম্বে হাইকোর্টের রায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‘গৃহকর্মীর মতো ব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেন এক নারী। এ নিয়ে সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেন তিনি। ওই মামলার রায়ে ভারতের বম্বে হাইকোর্টের অওরঙ্গাবাদ বেঞ্চ বলেছেন, বিয়ের পর নারীকে পরিবারের জন্য কোনো কাজ করতে বললে তা ‘নিষ্ঠুরতা’ নয়। গৃহকর্মীর কাজের সঙ্গেও এই কাজের তুলনা করা যাবে না। বম্বে হাইকোর্টের ওই বেঞ্চ মামলাটি খারিজ করে দিয়েছেন। অভিযোগকারী ওই নারী থানায় জানিয়েছিলেন, বিয়ের পর এক মাস তার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তারপর থেকেই তার সঙ্গে ‘গৃহকর্মীর মতো ব্যবহার’ করা হয় বলে অভিযোগ করেন। তিনি আরও জানিয়েছিলেন, বিয়ের পর গাড়ি কেনার জন্য তার থেকে চার লাখ টাকা দাবি করেন স্বামী ও তার পরিবার। সেজন্য মানসিক চাপও দিতে থাকেন। এ নিয়ে থানায় এফআইআর করেছিলেন। রায়ে আদালত বলেছেন, পরিবারের জন্য কোনো কাজ করতে বললে সেটিকে গৃহকর্মীর সঙ্গে তুলনা করলে চলবে না। কোনো নারী যদি ঘরের কাজ করতে না চান তবে বিয়ের আগেই হবু স্বামীকে তা জানানো উচিত। যাতে বিয়ে নিয়ে ওই পুরুষটি ভাবনাচিন্তা করতে পারেন। সমস্যা আগে থেকেই সমাধানও করা যেতে পারে। বম্বে হাইকোর্টের বেঞ্চ জানিয়েছে, ওই নারী হেনস্থার অভিযোগ এনেছেন। তবে কীভাবে হেনস্থা করা হয়েছে তা জানাননি। তাই শুধু ‘মানসিক ও শারীরিক হেনস্থা’র অভিযোগের ভিত্তিতে মামলা হতে পারে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রীকে ঘরের কাজ করতে বলা ‘নিষ্ঠুরতা’ নয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ