Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে উত্তেজনা : সাড়ে ৮ হাজার মার্কিন সেনা মোতায়েনের প্রস্তুতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৯:০৪ পিএম

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পূর্ব ইউরোপে মোতায়েনের জন্য সাড়ে ৮ হাজার সৈন্যকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে মার্কিন প্রশাসন। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গতকাল সন্ধ্যায় পেন্টাগনের মুখপাত্র জন কিরবাই বলেছেন যে, ন্যাটোকে শক্তিশালী করতে 'বেশ কিছু সংখ্যক' মার্কিন সৈন্যকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, 'আকস্মিক কোনো প্রয়োজনে সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। তাই তাদের প্রস্তুত রাখা হয়েছে।'

তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান পেন্টাগন মুখপাত্র।

জন কিরবাই আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে সব সেনাদের প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তারা দ্রুততম সময়ে সাড়া দিতে পারেন। এ ছাড়াও, ন্যাটোকে সহযোগিতা করতেও তারা প্রস্তুত থাকবেন।'

মার্কিন সৈন্যদের কোথায় মোতায়েন করা হবে সে বিষয়ে জন কিরবাই স্পষ্ট কিছু উল্লেখ না করে বলেন, 'পূর্ব ইউরোপের বন্ধুরাষ্ট্রগুলোকে বলতে চাই যে, তাদের প্রয়োজনে আমাদের সেনারা প্রস্তুত আছেন।'

ন্যাটো রেসপন্স ফোর্সে ৪০ হাজার বহুজাতিক সৈন্য আছে বলেও জানান তিনি।

গতকাল সিএনএন জানিয়েছে, পূর্ব ইউরোপে কোন কোন ইউনিট মোতায়েন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বাইডেন প্রশাসন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে।
বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বাল্টিক সাগর অঞ্চলে ও পূর্ব ইউরোপে মার্কিন সেনার সংখ্যা বাড়াতে প্রেসিডেন্ট জো বাইডেন গত শনিবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে কথা বলেছেন। সূত্র : সিএনএন



 

Show all comments
  • Abu saif ২৬ জানুয়ারি, ২০২২, ৬:৫১ এএম says : 0
    খেলা হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ